সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নবীনদের বরণ করল জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নবীন শিক্ষার্থীদের বরণ করল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাকক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন চলবে আগামী দুদিন। দুদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম দিনে বিভাগের পরিচিতিবিষয়ক ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা রিতার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেয় আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মিরাজ হোসেন।

এ সময় অনুষ্ঠানের বিশেষ অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার উপস্থাপন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রথম দিনের সমাপ্তি ঘটে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

আগামীকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘ফ্রম ক্লাসরুম স্টেপিং ইনটু প্রফেশনাল লাইফ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা এবং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে আলোচনা করবেন।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, চলতি শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সর্বপ্রথম শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গত শিক্ষাবর্ষের তুলনায় এবার পাঠদান কার্যক্রম ৪ মাস এগিয়ে শুরু হয়েছে, যা ভবিষ্যতে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামগুলো নির্ধারিত সময়ে শেষ করতে কিছুটা হলেও সহায়ক হবে এবং শিক্ষার্থীরা ক্রমান্বয়ে সেশনজট থেকে মুক্তি পাবে।

উপাচার্য আরও বলেন, সবকিছুর ঊর্ধ্বে একাডেমিক জীবনের গুরুত্ব দিতে হবে। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আগামীর সুন্দর একাডেমিক পরিবেশে তোমরা মেধা চর্চা করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেবল ডিগ্রি বা সনদ অর্জনের লক্ষ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাদের বক্তব্য ও চিন্তাধারার প্রকাশে শালীনতা ও মাধুর্য থাকতে হবে। সমালোচনার ভাষাও হতে হবে পরিমিত ও ভদ্র, কেননা পুরো দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও বক্তব্য লক্ষ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, জ্ঞান অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীদের স্মার্টনেস বৃদ্ধি পায়। যত বেশি তথ্যভাণ্ডার সমৃদ্ধ হবে, তত বেশি স্মার্ট হবে তারা। এজন্য ভাষাগত দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বাড়াতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বজায় রেখে সঠিক একাডেমিক কার্যক্রমে মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে সবাইকে নিয়মিত ক্লাস-পরীক্ষা এবং পড়াশোনা করতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম পথিকৃৎ এই অনুষদে ভর্তি হতে পেরে শিক্ষার্থীরা সত্যিই সৌভাগ্যবান। শিক্ষার্থীরা বিভাগের গুণী ও সিনিয়র শিক্ষকদের কাছ থেকে মূল্যবান অনুকরণীয় গুণাবলি অর্জন করতে পারবে।

ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, মেন্টরসের পরিচালক ও সিইও অনিন্দ্য চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১০

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১১

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১২

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৩

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৪

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৫

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৬

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৭

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

১৮

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

১৯

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

২০
X