শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘প্রাণিকল্যাণ সমস্যা মূল্যায়নে আচরণের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে কর্মশালাটি হয়।
শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপলায়েড ইথোলজির (আইএসএই) পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।
কর্মশালার আহ্বায়ক ও এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস, শেকৃবির গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান।
এ ছাড়া অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন সরদার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি অধ্যাপক ড. মাহমুদুল হাসান শিকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনসহ শেকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, ‘আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। প্রাণির স্বাস্থ্য সুরক্ষা খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে। কারণ আমাদের আমিষের প্রধান উৎস প্রাণিসম্পদ। প্রাণিদের প্রতি নির্দয় হওয়া যাবে না। মানবিক আচরণ করতে হবে। তাদের অনুভূতি বুঝতে হবে। আমাদের দেশে অমানবিক এবং নির্মমভাবে পশু পরিবহন করা হয়, এতে প্রাণি অধিকার ক্ষুণ্ন হয়। প্রাণিকল্যাণ আইন সবাইকে মেনে চলা এবং বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সংশ্লিষ্টদের।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কর্মশালার সদস্যসচিব ও শেকৃবির সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় টেকনিক্যাল সেশনে প্রাণিকল্যাণ সম্পর্কিত ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে আলোচক ও অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
শেকৃবির এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আমরা বিভিন্ন কোর্সে প্রাণিকল্যাণ বিষয়ে পড়িয়ে থাকি। এ কর্মশালায় সম্পূর্ণ একটি রিভিউ পাবেন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের জন্য কর্মশালার বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী।’
মন্তব্য করুন