কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন আজ, চলবে শাটল সার্ভিস

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আজ। এ নির্বাচনে ভোটারদের জন্য ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত রোববার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শাটল সার্ভিসের রুট প্রকাশ করেছে।

রুটম্যাপে বলা হয়েছে, ডাকসু নির্বাচন ২০২৫’র ভোটারদের সুবিধার্থে শাটল সার্ভিস চালু করা হবে। এদিনে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।

রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলবে।

এদিকে ডাকসু ও হল সংসদের এবারের নির্বাচনে প্রচারের শেষ দিন ছিল গতকাল রোববার। দিনভর ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি ও কর্মীদের সরগরম পদচারণা। প্রতিটি প্যানেলের প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরতে শিক্ষার্থীদের কাছে ছুটে যান। তাদের লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইতে দেখা যায়। বিশেষ করে প্রচারের শেষ কয়েক ঘণ্টা টিএসসি, মধুর ক্যান্টিন, বিভিন্ন অনুষদ ভবন ও হলগুলোতে ছিল প্রার্থীদের জোর তৎপরতা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।

ডাকসুর এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬২ জন নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন, এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় : ভিপি প্রার্থী ইমি

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১০

অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে : ইসলামী আন্দোলন

১১

নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

১২

‘প্লিজ ছাত্রলীগ হইয়েন না’, ছাত্রদলকে ফরহাদ

১৩

জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব, একের পর এক সরকার পতন

১৪

কাতারে ইসরায়েলি হামলা, বাংলাদেশিদের সতর্ক করল সরকার

১৫

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

১৬

শেষের ঝড় আর হংকংয়ের বাজে ফিল্ডিংয়ে আফগানিস্তানের বড় সংগ্রহ

১৭

দেশের বাজারে স্বর্ণের দাম আরও উচ্চতায়

১৮

থমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা

১৯

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ 

২০
X