পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে গবেষণা সহকারী বা রিসার্চ অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করা শিক্ষার্থীদের মাসিক বেতনের ব্যবস্থা করা হয়েছে।
এক্ষেত্রে স্নাতকে পড়া গবেষণা সহকারীরা প্রতি মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা এবং পিএইচডির শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা করে পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল’-এর পরিচালক ড. লোকমান আলী এসব কথা জানান।
তিনি জানান, শিক্ষকদের প্রতিটি প্রজেক্টের জন্য ৩ লাখ এবং ৫ লাখ টাকা গবেষণা বরাদ্দ দেওয়া হবে। এই প্রজেক্টে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে একজন ছাত্র/ছাত্রীকে গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিসটেন্ট) নিতে হবে। ওই গবেষণা সহকারীর জন্য প্রতি মাসে ভাতা নির্ধারণ করা হয়েছে। সেটা হলো স্নাতকের শিক্ষার্থীদের মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা এবং পিএইচডির শিক্ষার্থীদের জন্য মাসে ১০ হাজার। এই ভাতা শিক্ষার্থীরা প্রতি মাসে তাদের সুপারভাইজারের মাধ্যমে পাবেন। একজন শিক্ষক একটি প্রজেক্টের জন্য সর্বোচ্চ একজন গবেষণা সহকারী যুক্ত করতে পারবেন। এর আগে পুরো একটি প্রজেক্ট শেষ হলে একজন সুপারভাইজার গবেষণা সহকারীকে মাত্র ৫ হাজার টাকা দেওয়া হতো।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটা হলো, কোনো শিক্ষকের অধীনে যদি কিউ-১ জার্নালে কোনো গবেষণাপত্র প্রকাশিত হয়, ঐ শিক্ষকের অধীনে যে সব ছাত্র/ছাত্রী অথর (লেখক) হিসেবে থাকবেন তাদের আনুপাতিক হারে ৫০ হাজার টাকা সম্মানি দেওয়া হবে। কিউ-২ জার্নালে প্রকাশ হলে ৩০ হাজার টাকা দেওয়া হবে।
শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশ করতে যে খরচ লাগবে সেটা প্রশাসন থেকে দেওয়া হবে।
পিএইচডিতে অধ্যায়নরত কোনো শিক্ষার্থীর থিসিস রিলেটেড গবেষণাপত্র কিউ-১ জার্নালে প্রকাশিত হলে ৩০ হাজার টাকা, কিউ-২ জার্নালের জন্য ২০ হাজার এবং কিউ-৩ জার্নালে হলে ১০ হাজার টাকা সম্মানি দেওয়া হবে।
আরেকটা হলো, স্নাতকোত্তরের থিসিসের কোনো শিক্ষার্থীর গবেষণাপত্র যদি কনফারেন্সের জন্য নির্বাচিত হয় তাহলে কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য ওই শিক্ষার্থীকে ৩ হাজার টাকা দেওয়া হবে, পিএইচডির শিক্ষার্থীদের ৫ হাজার টাকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে ইনোভেশন প্রজেক্টের আহ্বান করা হয় সেই অর্থ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে প্রতি বছর একজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডে ক্রেস্ট, সনদ এবং নগদ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
গবেষণার জন্য প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থীরা। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আহসান উল্যা আলিফ বলেন, আগে শিক্ষার্থীরা গবেষণা করত, কিন্তু নামে মাত্র সম্মানি পেত। এখন মাসে মাসে টাকা পাবেন সবাই। এটা করাতে অনেকেই এখন গবেষণায় আগ্রহী হবেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী রতন আহমেদ বলেন, অনেক শিক্ষার্থীকেই দেখেছি গবেষণায় আগ্রহ আছে কিন্তু টিউশনির জন্য সময় দিতে পারেছে না কারণ টাকা লাগবে। এখন যারা গবেষণা করবে তাদের অন্তত টাকার চিন্তা করতে হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে হলে শিক্ষক, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আমাদের গবেষণা বাজেট কম। গবেষণা বাজেট বাড়লে আমরা গবেষণা খাতে আরও বেশি সহযোগিতা করতে পারব।
মন্তব্য করুন