রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
এর আগে ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, গত ১১ সেপ্টেম্বর ২২ কেজির একটি ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় কিনে বিক্রি করেছি। সোমবার আবার ১১ কেজির একটি ৪৪ হাজার টাকায় কিনে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে মাছটি বিক্রি করেছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কারণে দাম একটু বেশি।
মন্তব্য করুন