উৎসবের আনন্দ শুধু ধনী-গরিবের সীমায় আটকে নেই। শারদীয় দুর্গাপূজার রঙিন আবহে এবারও অসহায় মানুষের মুখে হাসি ফুটালো সনাতনী অধিকার আন্দোলন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র এবং শিশুদের হাতে গীতা তুলে দেন সংগঠনের নেতারা।
এ সময় নতুন পোশাক ও ধর্মগ্রন্থ পেয়ে অসহায় মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। তারা বলেন, এ উদ্যোগ শুধু উপহার নয় বরং ভালোবাসা ও সামাজিক বন্ধনের প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহসাধারণ সম্পাদক রিটন মহাজন ও বিজয় ধর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী এবং প্রচার সম্পাদক বিজয় চৌধুরী।
এ ছাড়া কার্যক্রমে সহযোগিতা করেছেন সংগঠনের সহসভাপতি ডা. সুমন কুমার দাশ, কার্যকরী সদস্য প্রবাসী সুমন আচার্য্য, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রবাসী সুভাষ দেব রকি, যুগ্ম শিক্ষা সহায়তাবিষয়ক সম্পাদক সুব্রত ভৌমিক, দপ্তর সম্পাদক রুবেল কান্তি দে, যুগ্ম প্রচার সম্পাদক অজয় সরকার পিয়াস ও যুগ্ম সমাজসেবাবিষয়ক সম্পাদক প্রবাসী আকাশ সেন।
মন্তব্য করুন