জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন স্টাফদের জার্সি উপহার দিয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যান্টিনে এই উপহার তুলে দেওয়া হয়। স্টাফদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই ছাত্রদল নেতা।
জার্সি পেয়ে খুশি প্রকাশ করে ক্যান্টিনে কর্মরত স্টাফ মাসুদ বলেন, এর আগে কেউ আমাদের জন্য এভাবে ভাবেনি। আমাদের সুবিধায় এমন ব্যতিক্রমীধর্মী উদ্যোগের জন্য ছাত্রদলের ভাইদের ধন্যবাদ জানাই। জার্সি পেয়ে আমরা খুবই খুশি। মনে হচ্ছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের অংশ।
জার্সি বিতরণ অনুষ্ঠানে শাহরিয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে ক্যান্টিন স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাদের এই অবদানের প্রতি সম্মান জানাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চাই, তারা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ক্যান্টিন স্টাফরা দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় এই উপহার।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। শাহরিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি প্রমাণ করে আমরা সাধারণ মানুষের পাশে আছি।
মন্তব্য করুন