কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

আজ নতুন বন্ধু পাতানোর দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠজুড়ে, খেলব আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে—বন্ধু মানেই নেই কোনো বাধা, নেই কোনো ভয়। তবে সময়ের সঙ্গে আমরা অনেক বন্ধুকে হারিয়ে ফেলি। জীবনের সেই শূন্যস্থান পূরণ করে নেয় নতুন কিছু মুখ বা নতুন বন্ধু।

বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। সময়ের প্রবাহে জীবনের বিভিন্ন ধাপে পুরোনো বন্ধুরা দূরে চলে যেতে পারে, আবার তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন বন্ধুরা। কেউ পারেন পুরোনো বন্ধুত্ব অটুট রাখতে, আবার কেউ ছড়িয়ে পড়েন দূর-দূরান্তে। কিন্তু নতুন বন্ধু পাওয়ার আনন্দের সঙ্গে পুরোনো বন্ধুত্বের মায়াও থেকে যায়, কখনো ম্লান হয় না।

তবে আজ কেনো বন্ধুদের নিয়ে ফের আলোচনা। কারণ আজ রোববার (১৯ অক্টোবর) নতুন বন্ধু দিবস। দিনটি প্রথমবারের মতো ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পালিত হয় এবং এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৬ সালে। মূলত হলিডে ক্যালেন্ডার ও ডেজ অব দ্য ইয়ার নামক উৎসব তালিকা অনুযায়ী, এ দিনটি নতুন বন্ধুত্বের গুরুত্ব উদ্‌যাপনের জন্য নির্ধারিত। তবে ২০১২ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায়। বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ এ দিনটি বিশেষভাবে পালন করে, কেউ নতুন বন্ধু তৈরি করে আবার কেউ পুরোনো বন্ধুকে নতুনভাবে সম্মান জানান।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি বন্ধুত্ব যে মানবজীবনের একটি অমূল্য সম্পদ তা মনে করিয়ে দেয়। বন্ধুত্ব মানুষের জীবনে হাসি, আনন্দ ও নতুন অভিজ্ঞতা যোগ করে।

জনপ্রিয় একটি ইংরেজি প্রবাদ আছে, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ এ কথার যথার্থতা নতুন ও পুরোনো উভয় ধরনের বন্ধুত্বের গুরুত্বকে তুলে ধরে। নতুন বন্ধুত্ব জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যা সুখ-দুঃখ ভাগাভাগির জন্য একটি নতুন দিগন্ত খুলে দেয়। প্রত্যেক নতুন বন্ধুই যেন একটি নতুন পৃথিবীর মতো, যা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে তোলে।

নতুন বন্ধুত্ব মানে শুধু আনন্দ নয়, কিছু ঝুঁকিও থেকে যায়। ভুল বন্ধুত্ব বা অসৎ সঙ্গ অনেক সময় জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অনেকেই নতুন বন্ধু বানাতে সতর্ক থাকেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করেন। তাদের জন্য বন্ধুত্ব মানে শুধু আকস্মিক আবেগ নয়, বরং দীর্ঘদিনের যাচাই-বাছাইয়ের পরই একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করা।

নতুন বন্ধু দিবসে মানুষ নতুন সম্পর্কের সম্ভাবনা উদ্‌যাপন করতে পারে। পরিবারের বাইরে নতুন বন্ধুত্বের মাধ্যমে জীবনে নতুন অভিজ্ঞতা অর্জন সম্ভব। এ ছাড়া বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে প্রতিদিনই নতুন বন্ধু বানানোর সুযোগ তৈরি হয়। তবে এ দিনটি একটি বিশেষ সুযোগ হিসেবে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটানোর, তাদের সম্পর্কে গভীরতর জানার ও সম্পর্ককে দৃঢ় করার সময় হিসেবে বিবেচিত হতে পারে।

আজকের দিনে আপনার চারপাশে থাকা মানুষদের প্রতি একটু বাড়তি মনোযোগ দিন। যারা নতুন বন্ধু হিসেবে আপনার জীবনে এসেছেন বা যাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে, তাদের সঙ্গে সময় কাটান। এভাবে সম্পর্কের শক্ত বন্ধন তৈরি করা এবং জীবনের আনন্দ ভাগাভাগি করার সুযোগ কাজে লাগান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই : রাশেদ

আগুনের ঘটনা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র : এনসিপি নেতা

খোলা মাঠে বিমানের জরুরি অবতরণ

মাহির রোষানলে রাকিব

ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই : হাসনাত

দুপুরে না খেলে যা হয়

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

১০

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

১১

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

১২

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

১৩

দরকষাকষি করে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৪

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

১৫

৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন হতে পারে বিপদ

১৬

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান 

১৭

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজে পেল পাকিস্তান

১৮

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

২০
X