রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ, নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে দায়ী করে সংগঠনটির নেতাদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান।
মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্মসম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, জসীমউদ্দিন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্মসম্পাদক মকবুল হোসেন, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্মসম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্মসম্পাদক ইকরাম খাঁ ও সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্মসম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্মসম্পাদক শরীফ উদ্দীন সরকার, স্যার এ এফ রহমান হলের সহপ্রচার সম্পাদক মুন্নাসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন