ববি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৭ শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৩ জন করে মোট ১৭ জন শিক্ষকের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। গবেষণা ও সম্প্রসারণ অফিস এ উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

গবেষণা প্রবন্ধের উপর যারা সম্মাননা পেয়েছেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ড. মো. মঞ্জুর আহমেদ, ড. ধীমান কুমার রায় ও মো. আব্দুল্লাহ সালমান। জীববিজ্ঞান অনুষদের ড. এ টি এম রফিকুল ইসলাম, সাবেক প্রক্টর ড. সুব্রত কুমার দাস ও তাসনিম জেরিন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ আল মাসুদ, ড. মল্লিকা সাহা ও ড. মো. সোহেল চৌধুরী। সামাজিক বিজ্ঞান অনুষদের অপূর্ব রায়, মো. সাদেকুর রহমান ও ড. ইসরাত জাহান। আইন অনুষদের মো. সাদেকুর রহমান, সরদার কায়সার আহমেদ ও আলমগীর হোসেন। কলা ও মানবিক অনুষদ থেকে টুম্পা সাহা ও খাদিজা আক্তার।

জানুয়ারি ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের গবেষণার মান বৃদ্ধি পাবে, একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম বৃদ্ধিতে সক্ষম হবে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষকমণ্ডলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ৭ম আই-ইইই এসসিআই আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

মানুষ জামায়াতে ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে নিয়েছে : ড. মোবারক

দুপুরে নামাজের নিষিদ্ধ সময় কি ঠিক ১২টা?

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

কলাপাতায় মোড়ানো মরদেহ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আমাকে একা রেখে চলে গেলে : হেমা

প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক

কাজ থাকলে মৌসুমী-মাহিরা দেশ ছাড়ত না : মিশা সওদাগর

সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

১১

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

১২

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

১৩

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

১৪

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

১৫

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

১৬

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

১৭

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

১৮

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

১৯

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

২০
X