ববি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৭ শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৩ জন করে মোট ১৭ জন শিক্ষকের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। গবেষণা ও সম্প্রসারণ অফিস এ উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

গবেষণা প্রবন্ধের উপর যারা সম্মাননা পেয়েছেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ড. মো. মঞ্জুর আহমেদ, ড. ধীমান কুমার রায় ও মো. আব্দুল্লাহ সালমান। জীববিজ্ঞান অনুষদের ড. এ টি এম রফিকুল ইসলাম, সাবেক প্রক্টর ড. সুব্রত কুমার দাস ও তাসনিম জেরিন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ আল মাসুদ, ড. মল্লিকা সাহা ও ড. মো. সোহেল চৌধুরী। সামাজিক বিজ্ঞান অনুষদের অপূর্ব রায়, মো. সাদেকুর রহমান ও ড. ইসরাত জাহান। আইন অনুষদের মো. সাদেকুর রহমান, সরদার কায়সার আহমেদ ও আলমগীর হোসেন। কলা ও মানবিক অনুষদ থেকে টুম্পা সাহা ও খাদিজা আক্তার।

জানুয়ারি ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের গবেষণার মান বৃদ্ধি পাবে, একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম বৃদ্ধিতে সক্ষম হবে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষকমণ্ডলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

কেন ৩০০ কেজি সোনার গহনা পরেছিলেন ঐশ্বরিয়া?

ফিরে দেখা ১৮ জুলাই / ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩১

টঙ্গীতে পরকীয়ার জেরে হত্যা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইউক্রেনে শান্তি প্রচেষ্টা নষ্ট করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া 

টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কী বলছেন বিশেষজ্ঞরা

তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম

‘বাংলাদেশ রেলওয়ে একমাত্র সেবা যেখানে যাত্রী আসার পর বলা হয় বগি নষ্ট’

নবজাতক কন্যার ছবি তুলতে নিষেধ করলেন সিদ্ধার্থ-কিয়ারা

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

১০

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

১১

মানিকগঞ্জে আষাঢ়েও পানিশূন্য বিল, বিপাকে কৃষক ও জেলেরা

১২

আজ মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন

১৩

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৬

১৫

সিরিয়ায় ইসরায়েলি হামলা থেকে নিজেকে দূরে সরাল যুক্তরাষ্ট্র

১৬

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

১৭

অর্থাভাবে সংকটের মুখে চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস

১৮

১৮ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X