বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করাতে চায় ভারতের শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়

বাকৃবি ও শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
বাকৃবি ও শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

ভারতের শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজির আহমেদ গানাই বলেন, আমরা দুই বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে সমন্বিত কাজ ও গবেষণা করতে আগ্রহী। এর মধ্যে কোর্স, অনুষদ, শিক্ষক ও শিক্ষার্থী স্থানান্তর অন্তর্ভক্ত থাকবে। এতে একদিকে ভারতের শিক্ষার্থীরা যেমন বুঝতে পারবে বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও কাজ, অন্যদিকে বাংলাদেশের শিক্ষার্থীরাও ভারতের সে বিষয়গুলো বুঝতে পারবে। আজকের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের বিষয়টিও নিশ্চিত করতে চাই। এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরের সাথে কাজ করলে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি নিয়ে একটি আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ডিন অফিসের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে ও কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের অর্থায়নে ওই সভাটি হয়।

অনুষ্ঠানের শুরুতে শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও পর্যবেক্ষণ বিভাগের প্রধান ড. মো. হারুন রশিদ নায়েক মূল বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে বাকৃবি ও শের-এ-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বরুপ কোর্স, অনুষদ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের প্রস্তাব করেন। শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কোর্সের মান, শিক্ষার পরিবেশ, বিদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। এ ছাড়া অনুষ্ঠানের শেষের দিকে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজির আহমেদ গানাই। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী ও অর্থায়িত প্রকল্পের পরিচালক ড. শাহ কামাল খান, মূল বক্তা হিসেবে ছিলেন শের-এ-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও পর্যবেক্ষণ বিভাগের প্রধান ড. হারুন রশিদ। এ ছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ড. এমদাদুল হক বলেন, শের-এ-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা এবং অভিজ্ঞতা খুবই মানসম্মত। বিশ্ববিদ্যালয়টিতে নতুন উদ্ভাবন মূলক গবেষণা ও তা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাদের প্রস্তাবের প্রেক্ষিতে বাকৃবি ও শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর প্রস্তুতি সম্পন্ন করা হবে। এতে আমাদের শিক্ষার্থীরা হবে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী। বিশ্ববৈচিত্রের জ্ঞান ধারণ ও অর্জনে সক্ষম হবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে : সাদিক কায়েম

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

ভোরবেলার স্বপ্ন কি আসলেই সত্য হয়?

বাবা হারানোর সময় ‘পাঁচ তারকা জেলে’ ছিল সিরাজ, দাবি বোলিং কোচের

গাজার সামরিক প্রধানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করল হামাস যোদ্ধারা

একই পরিবারের পাঁচজনসহ ৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ 

সুস্থ হওয়ার পর মামলা করবেন নুর : রাশেদ খান

নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে : উপদেষ্টা আসিফ

১০

ভেনিসে ঝড় তুললেন এমা স্টোন

১১

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে মারল মেয়ের পরিবার

১২

‘রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে বড় সংস্কার’

১৩

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

১৪

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

১৫

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

১৬

২৮ বছর পর সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

১৭

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড

১৮

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের 

১৯

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

২০
X