এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
ফিরে দেখা ২০২৩

বছরজুড়ে আলোচনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

ইতিবাচক ও নেতিবাচক নানা খবরে দেশজুড়ে আলোচনায় ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সুমীকে হারানোর মাধ্যমে বছরটির সূচনা হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলায় যবিপ্রবি নারীদলের চ্যাম্পিয়ন, ৪র্থ সমাবর্তন, হলে আটকে রেখে শিক্ষার্থী নির্যাতন, কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকের যোগদান, সাংবাদিক নির্যাতন, ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক ১৭ জন চাকরি প্রার্থীকে অপহরণ, গবেষণা প্রকল্পে ২৮ শিক্ষকের অনুদান প্রাপ্তিসহ বিভিন্ন ঘটনার আবহে শেষ হয় বছরটি।

সড়ক দুর্ঘটনায় হারানো সুমী ও যবিপ্রবি:

বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় হারায় বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন সুমী। এ ঘটনায় শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে যশোর-চৌগাছা রোড অবরুদ্ধ করে। যবিপ্রবি উপাচার্যের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফিরে যায়। বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমপক্ষে ৪টি স্পিড ব্রেকার দেওয়া ও গতিসীমা-নির্ধারক সাইনবোর্ড দেওয়া এই দুটি দাবি বাস্তবায়ন করলেও পারেনি বাকি কয়েকটি দাবি যেমন, চুড়ামনকাঠি থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক নিরাপদ রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, আমবটতলাবাজার থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের সামনে চারলেনে উত্তীর্ণকরণ।

যবিপ্রবির ৪র্থ সমাবর্তন:

ফেব্রুয়ারিতে যবিপ্রবির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে ১৮৩১ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। ১৭ বছরে চারটি সমাবর্তন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি রোলমডেল যবিপ্রবি। ৪র্থ সমাবর্তনের পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২০২৫ সালে যবিপ্রবিতে ৫ম সমাবর্তন করার কথা জানান, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় প্রাপ্তি।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা:

৬ ফেব্রুয়ারিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলায় যবিপ্রবি নারীদল বিজয়ী হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজক ছিলো যবিপ্রবি। সুষ্ঠু ও কোনো ধরনের প্রশ্নবিদ্ধতা ছাড়াই সম্পন্ন করে নজির স্থাপন করেছে যবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তর। আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন খেলায় যবিপ্রবির মেয়েরা জয়ী ও ছেলেরা রানার্সআপ হয় ও টেবিল টেনিস প্রতিযোগিতায় ছেলেরা বিজয়ী হয়।

শ.ম.র হলে আটকে রেখে ছাত্রলীগ কর্মী কর্তৃক শিক্ষার্থী নির্যাতন:

যবিপ্রবির শহীদ মসীয়ূর (শ.ম.র) হলের ৫২৮ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী ইসমাইলকে আটক রেখে নির্যাতন করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী (সিএসই) বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শোয়েব ও সালমান। ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও মামলা করা হলেও অদৃশ্য কারণে গ্রেপ্তার হয়নি আসামিরা।

ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক নির্যাতন হয়নি বিচার:

২২ মে ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও তৎকালীন যবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও বর্তমান সভাপতি জহুরুল ইসলামকে শ.ম.র হলের গেস্ট রুমে নির্যাতন করে ছাত্রলীগ নেতা আসিফ আল মাহমুদ ও বেলাল হোসেন। ঘটনায় দুবার তদন্ত কমিটি গঠন হলেও বিচার হয়নি। এর আগে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষে পরিকল্পিতভাবে যবিপ্রবিসাসের বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন সরকারের উপর হামলার ঘটনারও বিচার করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি কর্তৃক তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে ও যবিপ্রবিসাসের সদস্য দিশা প্রিয়া মিষ্টি সনাতন ধর্মাবলম্বী হলেও তাকে শিবির আখ্যায়িত করে অসদাচরণ করে ও মানসিকভাবে হেনস্তা করে ছাত্রলীগ।

এলসেভিয়ারের বিশ্বসেরা ২ শতাংশ গবেষক তালিকায় যবিপ্রবির তিন শিক্ষক:

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছে যবিপ্রবির তিনজন শিক্ষক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ এর সমন্বিত জরিপে চলতি বছরের গত ৪ অক্টোবর এ তালিকা প্রকাশ করা হয়। এক বছরের গবেষণার ভিত্তিতে নির্ধারিত তালিকায় স্থান পেয়েছেন যবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এরমধ্যে ড. ইমরান খান ও ড. মো. আমিনুল ইসলাম পেশাগতের ভিত্তিতে নির্ধারিত গবেষক তালিকায়ও স্থান পেয়েছেন।

মানহীন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া:

প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশ গড়ে উঠেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ক্যাফেটেরিয়ায়। মানসম্পন্ন খাবারের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশনের অভাবসহ নানান সমস্যায় জর্জরিত ক্যাফেটেরিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় লেখালেখি হয় বেশ কয়েকবার। কিন্তু সমাধান এখনও মেলেনি।

যবিপ্রবির ছাত্ররাজনীতি:

২০২২ সালের আগস্টে যবিপ্রবি শাখা ছাত্রলীগ নতুন কমিটি পেলেও এক বছরে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। শ.ম.র হলে চাঁদার দাবিতে ছাত্রলীগের দুই কর্মী কর্তৃক এক শিক্ষার্থী নির্যাতন, সাংবাদিক নির্যাতন, ছাত্রলীগের নেতাকর্মীদের অন্যায় দাবি মেনে না নেওয়ায় ১২ দফা আন্দোলন ও শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়া, ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুস সাকিব ও ছাত্রলীগ নেতা কর্তৃক কক্ষ পরিবর্তন নিয়ে শিক্ষার্থীকে মারধোর, দুই গ্রুপের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় থেকে ৮ কর্মী বহিষ্কার, ছাত্রলীগ কর্তৃক ডিসেম্বরে ১৭ চাকরি প্রার্থীকে অপহরণসহ বিভিন্ন ঘটনা বাংলাদেশ ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যবিপ্রবিতে তাদের আহ্বায়ক কমিটি দেয়। যা যবিপ্রবির ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা দান করবে বলে আশা ব্যক্ত করছেন বিশিষ্টজনরা।

সময়মতো ডাক্তারের দেখা মেলে না মেডিক্যাল সেন্টারে:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টারে সময়মত বসেনা ডাক্তার, এক্সরে ও প্যাথোলজিতে থাকেনা কর্তব্যরতরাও। এ ছাড়া বিভিন্ন সময়ে ঔষধ সংকটসহ নানা অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির মেডিকেল সেন্টারের বিরুদ্ধে। প্যাথলজির কর্মচারীর অন্যত্র চাকরী হওয়ায় লোকবল সংকট, অফিসে পাওয়া যায় না এক্স-রে টেকনিশিয়ানকে ও প্রয়োজনীয় ঔষধের সংকট। চাকরি প্রার্থী অপহরণ: ৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখা হয়। বিষয়টি জানা জানি হলে এক পর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও একজন ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

সিএসআইআরএল ও জিনোম সেন্টারের আইএসও সনদ অর্জন:

সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিকে (সিএসআইআরএল) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসও-এর সনদ হস্তান্তর করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়। যবিপ্রবির উপাচার্য ও সিএসআরআইএলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন এদেশীয় কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর।

গবেষণা প্রকল্পে সাড়ে ৪৪ লাখ টাকা অনুদান পায় যবিপ্রবির ২৮ শিক্ষক:

গবেষণা প্রকল্পে সাড়ে ৪৪ লাখ টাকা অনুদান পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৮ জন শিক্ষক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পে এ অনুদান পেতে যাচ্ছেন তারা। জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’র আওতায় ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তন্মধ্যে ১৪ টি গবেষণা প্রকল্পের আওতায় যবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ১৪ জন শিক্ষক ও তাদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ১৪ জন শিক্ষক স্থান পেয়েছেন।

নানা সমস্যায় জর্জরিত যবিপ্রবির ভেটেরিনারি অনুষদ:

নানা সমস্যায় জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদ। চলতি বছরের ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যবিপ্রবির অনুষদ হিসেবে যুক্ত করা হয়। তবে প্রায় ৩৬০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২ জন স্থায়ী শিক্ষক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মক্ষেত্রে কর্মচারীদের অনুপস্থিতি, ২ বছরের সেশনজট, ১৫টি ল্যাবের ১ জন ল্যাব টেকনিশিয়ান, রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যায় জর্জরিত এই অনুষদ। ফলে গুণগত মানের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের পরও দীর্ঘ ৯ মাসে সংকট সমাধান না হওয়ায় অনুষদটির শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইসি মারা গেলে কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

হবিগঞ্জে ধান সংগ্রহের শুরুতেই হযবরল

আইপিএলে প্লে-অফে কে কার বিরুদ্ধে লড়বে?

তুর্কি ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের

ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন? 

খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের, দুর্ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে উদ্ধারদল

পেকুয়া উপজেলা নির্বাচন / পড়ালেখায় এগিয়ে সজিব, অর্থসম্পদে আবুল কাসেম

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি

‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে’

কোরবানির ঈদকে ঘিরে স্বপ্নপূরণের আশা খামারিদের

১০

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার

১১

বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১২

রাইসির ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন সিনেটর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালাচ্ছিলেন পুলিশ সদস্য

১৫

রাইসিকে উদ্ধারকাজে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া

১৬

রাইসিকে উদ্ধারের সর্বশেষ অবস্থা জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

১৭

সংস্কারের দুদিন পরই উঠে যাচ্ছে কোটি টাকার কার্পেটিং!

১৮

বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

১৯

ঘুষ নিয়ে এএসআইয়ের দর-কষাকষির অডিও ভাইরাল

২০
X