বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চেয়ে ২৭ সাংবাদিকের জিডি

নিরাপত্তা চেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিকের জিডি। ছবি : কালবেলা
নিরাপত্তা চেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিকের জিডি। ছবি : কালবেলা

নিরাপত্তা চেয়ে ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। ৪৬০ নম্বর এই জিডিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লার (যাযাবর নাঈম) অনুসারীরা। আহত দুই সাংবাদিক হলেন বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব। এরপর সোমবার রাতেই বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহকে সদস্য এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য সচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৩ দিন পার হলেও শেষ হয়নি তদন্ত।

এই ঘটনায় অনিরাপদ রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক। জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন, আজকের পত্রিকার ফাহাদ বিন সাইদ, যায়যায়দিন পত্রিকার আহসান হাবিব, কালবেলার প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান, আরটিভির প্রতিনিধি সিফাত শাহরিয়ার প্রিয়ান, আমার সংবাদ পত্রিকার নবাব মো. শওকত জাহান কিবরিয়া, খবরের কাগজের আসলাম বেগ, দেশ রূপান্তরের শাহাদৎ হোসেন, ভোরের কাগজের রাশেদুজ্জামান রনি এবং বাংলাভিশনের প্রতিনিধি রোহান চিশতীসহ মোট ২৭ জন সাংবাদিক।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সাংবাদিকদের জিডির কপি পেয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয়টি ত্রিশাল থানায় অবস্থিত, এ বিষয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা ওয়াকিবহাল আছি। জিডির বিষয়টি নিয়ে দ্রুতই আমরা ব্যবস্থা নেবো। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথেও আমাদের কথা হয়েছে।

প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। একইসাথে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরিয়াল বডি কঠোরভাবে সেটি প্রতিহত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১০

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১১

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১২

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৩

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৪

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

১৫

সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

১৬

স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

১৭

বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৮

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

১৯

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

২০
X