নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চেয়ে ২৭ সাংবাদিকের জিডি

নিরাপত্তা চেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিকের জিডি। ছবি : কালবেলা
নিরাপত্তা চেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিকের জিডি। ছবি : কালবেলা

নিরাপত্তা চেয়ে ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। ৪৬০ নম্বর এই জিডিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লার (যাযাবর নাঈম) অনুসারীরা। আহত দুই সাংবাদিক হলেন বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব। এরপর সোমবার রাতেই বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহকে সদস্য এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য সচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৩ দিন পার হলেও শেষ হয়নি তদন্ত।

এই ঘটনায় অনিরাপদ রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক। জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন, আজকের পত্রিকার ফাহাদ বিন সাইদ, যায়যায়দিন পত্রিকার আহসান হাবিব, কালবেলার প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান, আরটিভির প্রতিনিধি সিফাত শাহরিয়ার প্রিয়ান, আমার সংবাদ পত্রিকার নবাব মো. শওকত জাহান কিবরিয়া, খবরের কাগজের আসলাম বেগ, দেশ রূপান্তরের শাহাদৎ হোসেন, ভোরের কাগজের রাশেদুজ্জামান রনি এবং বাংলাভিশনের প্রতিনিধি রোহান চিশতীসহ মোট ২৭ জন সাংবাদিক।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সাংবাদিকদের জিডির কপি পেয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয়টি ত্রিশাল থানায় অবস্থিত, এ বিষয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা ওয়াকিবহাল আছি। জিডির বিষয়টি নিয়ে দ্রুতই আমরা ব্যবস্থা নেবো। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথেও আমাদের কথা হয়েছে।

প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। একইসাথে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরিয়াল বডি কঠোরভাবে সেটি প্রতিহত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

বিদায় বেলায় বাড়তি ব্যস্ততা মিরপুরের ভ্যালোসিটি ব্যাটওয়ালার!

ম্যানইউর বিপক্ষে রূপকথার জয়, এবার জরিমানা ভোগ করছে গ্রিমসবি

আরেকটি সুযোগ পেলেন স্টয়নিস

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

ভারতের স্পন্সর হতে যেসব শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে

বিগ ব্যাশে খেলবেন অশ্বিন!

মার্করামের ঝড়ে হেডিংলিতে উড়ে গেল ইংল্যান্ড

শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়

১০

সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি, যা বললেন চিফ প্রসিকিউটর

১১

সাভারে খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

১২

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

১৩

নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

১৪

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৫

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

১৬

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

১৭

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

১৮

আগামী পাঁচদিন যেসব এলাকায় হতে পারে ভারী বৃষ্টি 

১৯

জীবন সংগ্রামী শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

২০
X