রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে গানের আসরে বাধা দিয়ে মুচলেকা দিলেন সাবেক শিক্ষার্থী

রাবির সাবেক শিক্ষার্থী রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী। ছবি : কালবেলা
রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ‘ক্যাম্পাস বাউলিয়ানা’র গানের আসরে ফরহাদ নামে এক সাবেক শিক্ষার্থীর বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সাবেক ওই শিক্ষার্থী। পরে প্রক্টর দপ্তরে ‘ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ না করা শর্তে’ মুচলেকা দিয়ে ছাড়া পায় তিনি।

অভিযুক্ত রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি চুয়াডাঙ্গা।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘ক্যাম্পাস বাউলিয়ানা’ দলের কয়েকজন সদস্য গান করছিলেন। কিছুটা দূরে সাবেক শিক্ষার্থী ফরহাদ আলী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসানসহ কয়েকজন একসঙ্গে বসে গল্প করছিলেন। একপর্যায়ে ফরহাদ গানের আসরে এসে গান গাইতে নিষেধ করেন এবং পূর্বের জায়গায় ফিরে যান। কিন্তু শিক্ষার্থীরা গান বন্ধ না করলে ফের এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন তিনি। একপর্যায়ে শিক্ষার্থীরাও উত্তেজিত হয়ে যায়। এ সময় শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবগত করেন। কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরনজিত মহলদার ঘটনাস্থলে উপস্থিত হন এবং সমাধানের চেষ্টা করেন। কিন্তু এর মাঝেই শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন সেখানে উপস্থিত হন এবং সাবেক ওই শিক্ষার্থীকে ‘শিবির’ অ্যাখ্যা দিয়ে মারতে উদ্যত হন। এতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ঘটনাস্থলে এসে অভিযুক্ত ফরহাদকে প্রক্টর দপ্তরে নিয়ে যান। পরে ভবিষ্যতে তিনি আর কোনো দিন ক্যাম্পাসে প্রবেশ না করবেন না শর্তে মুচলেকা দিলে ফরহাদ আলীকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার ব্যাপারে ‘ক্যাম্পাস বাউলিয়ানা’ গানের দলের সদস্য কে এস কে হৃদয় বলেন, পরিবহনে থাকা অনেক মানুষ তাদের গান উপভোগ করছিল। তারা তাদের মতো গান করছিলেন। তিনি (ফারহাদ) এসে তাদের গান গাইতে নিষেধ করেন। কিন্তু তারা গান গাইতে থাকলে তিনি (ফরহাদ) তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। তিনি তাদের সংস্কৃতি চর্চায় বাধা দিতে পারেন না। তাই সেটির প্রতিবাদ করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাবেক শিক্ষার্থী ফরহাদ তার কাজে অনুতপ্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। তিনি ভবিষ্যতে আর ক্যাম্পাসে প্রবেশ করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১০

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১১

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১২

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

১৩

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

১৪

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

১৭

দেড় মাস পর ফের একই জায়গায় মিলল মরদেহ

১৮

লোকবল নেবে আরএফএল

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X