রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাবির দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের দাবি

রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠনের মানববন্ধন। ছবি : কালবেলা
রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠনের মানববন্ধন। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর চিত্রকর্ম মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্র সংগঠন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠন।

মানববন্ধনে তারা, ‘অমর্ত্য-ঋদ্ধ বহিষ্কার কেন?’, ‘নীতিবহির্ভূত বহিষ্কারাদেশ বাতিল কর’, ‘বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’, ‘আজ্ঞাবহ প্রশাসন চাই না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা চাই’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাইম বলেন, অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি সব সময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে আসছে। তারা গত কয়েকদিন আগে জাবির কলা ভবনের দেয়ালে ধর্ষণ ও স্বৈরাচার থেকে আজাদী শিরোনামে একটি দেয়ালচিত্র অঙ্কন করেন। কোনো দেয়ালচিত্রই স্থায়ী নয় এটা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান দালালেরা এটি মেনে নিতে পারেনি। তারা দুই ছাত্রনেতার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিয়েছেন এবং থানায় মামলা করেছেন। আমরা এই বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানাচ্ছি।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পরিমাণ আজ্ঞাবহ হলে তড়িৎ গতিতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করে। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের যত অনিয়ম, উচ্ছৃঙ্খল ও ধর্ষণ এসবের বিরুদ্ধে তারা কথা বলে। বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন, এটা একদল লিখে অন্য দল সেটা মুছে ফেলে এটাই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্ররা পুরো বিশ্ববিদ্যালয়কে একটা কাল্টে পরিণত করেছে। এই কাল্ট মতপ্রকাশের বিরুদ্ধে, যাতে কেউ কথা বলতে না পারে। কণ্ঠরোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা এই রাষ্ট্র এই বিশ্ববিদ্যালয় করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ভালো মন্দ বুঝে না, তারা বুঝে শুধু লুটপাট করতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবি ছাত্রমৈত্রী, ছাত্র যুব গণমঞ্চ, নাগরিক ছাত্রঐক্য, ছাত্র ইউনিয়নের নেতারা।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় ছাত্র ইউনিয়ন সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

আর্জেন্টিনায় ভূপৃষ্টের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

সৌদি আরব, আমিরাতে শ্রমিক ভিসায় যাওয়া নিয়ে সুখবর

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের পাশের রাজ্য

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

১০

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

১১

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

১২

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

১৩

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৪

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

১৫

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

১৬

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

১৭

মোজা পরেও পা ঠান্ডা? মারাত্মক কোনো রোগের ইঙ্গিত নাতো

১৮

ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি : ইসি সচিব

১৯

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X