রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাবির দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের দাবি

রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠনের মানববন্ধন। ছবি : কালবেলা
রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠনের মানববন্ধন। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর চিত্রকর্ম মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্র সংগঠন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রগতিশীল ছাত্র সংগঠন।

মানববন্ধনে তারা, ‘অমর্ত্য-ঋদ্ধ বহিষ্কার কেন?’, ‘নীতিবহির্ভূত বহিষ্কারাদেশ বাতিল কর’, ‘বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’, ‘আজ্ঞাবহ প্রশাসন চাই না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা চাই’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাইম বলেন, অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি সব সময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে আসছে। তারা গত কয়েকদিন আগে জাবির কলা ভবনের দেয়ালে ধর্ষণ ও স্বৈরাচার থেকে আজাদী শিরোনামে একটি দেয়ালচিত্র অঙ্কন করেন। কোনো দেয়ালচিত্রই স্থায়ী নয় এটা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান দালালেরা এটি মেনে নিতে পারেনি। তারা দুই ছাত্রনেতার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিয়েছেন এবং থানায় মামলা করেছেন। আমরা এই বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানাচ্ছি।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পরিমাণ আজ্ঞাবহ হলে তড়িৎ গতিতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করে। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের যত অনিয়ম, উচ্ছৃঙ্খল ও ধর্ষণ এসবের বিরুদ্ধে তারা কথা বলে। বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন, এটা একদল লিখে অন্য দল সেটা মুছে ফেলে এটাই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্ররা পুরো বিশ্ববিদ্যালয়কে একটা কাল্টে পরিণত করেছে। এই কাল্ট মতপ্রকাশের বিরুদ্ধে, যাতে কেউ কথা বলতে না পারে। কণ্ঠরোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা এই রাষ্ট্র এই বিশ্ববিদ্যালয় করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ভালো মন্দ বুঝে না, তারা বুঝে শুধু লুটপাট করতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবি ছাত্রমৈত্রী, ছাত্র যুব গণমঞ্চ, নাগরিক ছাত্রঐক্য, ছাত্র ইউনিয়নের নেতারা।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় ছাত্র ইউনিয়ন সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যে শর্ত দিলেন ট্রাম্প 

মেসির ব্যর্থ পেনাল্টি, শার্লটের কাছে ভরাডুবি ইন্টার মায়ামির

ভিটামিন সির অভাবে শরীরে দেখা দেবে যে তিন সমস্যা

ইলেকট্রোলাইট ড্রিংকস কারা খাবেন, কারা খাবেন না

আজ থেকে ভাঙ্গায় টানা ৩ দিনের সড়ক-রেলপথ অবরোধ

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

খালি পেটে গরম পানিতে হবে ম্যাজিক!

পাকিস্তানে ১৯ সেনা নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরিফ

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

১০

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

১১

লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৫

১২

গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিলুফা চৌধুরী মনির

১৩

তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু

১৪

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ

১৫

১৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

খুলনা, নোয়াখালী ও রংপুরে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

১৯

প্রেমের টানে আসা তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

২০
X