ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে সেন্টার ফর চায়না স্টাডিজ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর চায়না স্টাডিজ এর উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর চায়না স্টাডিজ এর উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনুষ্ঠানিকভাবে 'সেন্টার ফর চায়না স্টাডিজ'-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর সভাপতিত্বে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন ডংঝিয়াও, ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মু হোংলিয়ান, ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং এবং তংজি ইউনিভার্সিটির ও বক্তব্য রাখেন। অধ্যাপক ড. সামসাদ মুর্তুজা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই এ দেশের শিক্ষা ও গবেষণার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষা, গবেষণা, আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং নতুন নতুন উদ্ভাবনে সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এই 'সেন্টার ফর চায়না স্টাডিজ' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সেন্টার ফর চায়না স্টাডিজ' প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিশেষ করে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক, আর্থ-সামাজিক উন্নয়ন এবং উভয় দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর, অফিস প্রধানগণ এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে 'সেন্টার ফর চায়না স্টাডিজ'-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন ডংঝিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ ছাড়া, অনুষ্ঠানে বেশ কয়েকটি 'লেটার অব ইনটেন্ট' স্বাক্ষরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষধর কিং কোবরা সাপ দেখিয়ে চাঁদাবাজি

১১১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ, আছে যত শর্ত

হিন্দি নিষিদ্ধ করতে চায় তামিলনাড়ু সরকার

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

এবার রিপন মিয়ার বিষয়ে মুখ খুললেন বাবা

বাজেট না পাওয়ায় পরিপূর্ণ সংস্কার হচ্ছে না জবির রফিক ভবনের

সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা

যমুনার ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে ৫ গ্রাম

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে 

জামায়াতের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

১০

৭ দাবিতে দেশের বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন

১১

জাল নোট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

১২

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার

১৩

গাজার নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গোত্র

১৪

ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

১৫

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

১৬

হাসপাতালে হানিয়া আমির

১৭

ছুরিকাঘাতে ছাত্রদলের দুজন নিহত, অভিযোগের আঙুল যার দিকে

১৮

রাকসু নির্বাচনে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ

১৯

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

২০
X