চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে ক্যাম্পাসের ৩০ জন দিনমজুর ও দরিদ্র রিকশা চালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
চবি উপাচার্য সাংবাদিক সমিতির এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ধনাঢ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার, সহসভাপতি আহমেদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন