চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মঞ্চায়িত হবে সাঈদ আহমদের নাটক ‘কালবেলা’

এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে প্রদর্শন করা নাটকের দৃশ্য। ছবি : কালবেলা
এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে প্রদর্শন করা নাটকের দৃশ্য। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগ প্রতিবছর ব্যতিক্রমী এবং শিক্ষামূলক নাট্য প্রদর্শনীর আয়োজন করে আসছে। বছরজুড়ে বিভাগটি মঞ্চে আনে নতুন নতুন নাটক। ঐতিহ্যের এ ধারাবাহিকতায় বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এবার মঞ্চায়িত হচ্ছে নতুন প্রযোজনা ‘কালবেলা’।

বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল সোয়া ৫টা ও সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে এ নাটক।

নাটকের নির্দেশনায় থাকবেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এম এ সামী। সহকারী নির্দেশনায় আব্দুল্লাহ আল মোছাফফা নিপু, আসিফ ইকবাল রুদ্র, সান্ত্বনা ধর, রবিউল ইসলাম ও সায়মা আক্তার। এ ছাড়া দিকনির্দেশনা দিবেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও সহযোগী অধ্যাপক অসীম দাশ।

নাটকে অভিনয় করবেন- একই বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল রুদ্র, নওয়াজেশ আশ্রাফ ঈশাদ, আব্দুল্লাহ আল মোছাফফা নিপু, আয়েশা আক্তার, ইয়াকিন হায়দার, পার্থ প্রতীম মহাজন, সালোয়া তাবাসসুম, আতেরা নাবিলা শেমন্তি, খান তালাত মাহমুদ রাফী, হাবিবুর রহমান, সোয়াইবুর রহমান, রাশেদুল ইসলাম, বিশ্ব নাথ ভৌমিক, দামুদর সরকার এবং শাহারিয়ার উল্ল্যাহ প্রাপ্ত।

নাটকের নির্দেশক এম এ সামী কালবেলাকে বলেন, নাটকটির বিষয়বস্তু, জীবনের পরম সত্য ‘মৃত্যু’কে আবিষ্কারের এক নান্দনিক সৃষ্টি। নিজেদের জীবনের অপূর্ণ সাধ, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে ভিন্নভাবে উপলব্ধি করা। সবাইকে নিজেদের সম্পদ, পরম্পরা, দ্বিধা-দ্বন্দ্ব, যুদ্ধ-সংঘর্ষকে পাশ কাটিয়ে এ অন্তিম সময়ে শৈশবের ফেলে আশা সেই সুদিনের আনন্দ, হাসি, খেলাধুলা, ঘটনা ও স্মৃতি রোমন্থন করে নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধনে শেষ সময়টা কাটানোর চেষ্টা করা।

তিনি বলেন, এ নাটক ভাবতে শিখাবে, কেন অনর্থক জীবনের পথে এত ছুটে চলা। কেনো এ উদ্দেশ্যহীন যাত্রা। অন্তিম ঠিকানা তো একটাই। তাই অর্থহীন জীবনের ব্যর্থতা ও গ্লানিকে দ্বন্দ্বময় না রেখে জীবনকে উপভোগ করাই জীবনের সার্থকতা। সাইদ আহমদের ‘কালবেলা’ তরুণ সমাজকে ব্যস্ত ও স্বার্থপর এ যুগে অলীক কিছুর প্রতি ছুটাছুটিকে না বলতে শেখাবে। আশা করি নাটকটি সবাই খুব উপভোগ করবে।

এম এ সামী আরও বলেন, এ ছাড়াও উদ্দেশ্যহীন যাত্রার অবসান ঘটানোর প্রয়াস নিয়ে নাট্যপ্রেমীদের প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাই। দর্শকরা জনপ্রতি ১৫০ টাকা মূল্যের টিকেট কেটে নাটকটি উপভোগ করতে পারবেন।

এর আগে চলতি বছরের ২১ মার্চ নাটকটি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে প্রথম মঞ্চায়ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার 

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১০

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

১১

একেবারে শেষ মুহূর্তে গোল হজম, জিততে পারল না বাংলাদেশ

১২

কফ সিরাপ কি স্বাস্থ্যের জন্য নিরাপদ, যে পরামর্শ দিলেন চিকিৎসক

১৩

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

১৪

৬ দফায় যত বাড়ল স্বর্ণের দাম

১৫

ইলেকট্রনিকস ও কমার্শিয়াল বিভাগে চাকরি দিচ্ছে দারাজ

১৬

অ্যাটলির সিনেমায় যশ

১৭

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল বিসিবি

১৮

নিরাপদ অভিবাসন নিয়ে আইওএম’র চলচ্চিত্র প্রদর্শনী

১৯

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

২০
X