কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির কারণ জানতে তদন্তে কমিটি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফরম পূরণ করেও অনেক শিক্ষার্থী অংশ নেয়নি। প্রতিদিনই অসংখ্য পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার ঘটনা ঘটছে- যা নিয়ে উদ্বেগ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এ পরিস্থিতির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির পেছনের কারণ জানতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফরম পূরণ করেও যারা এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি বা শুরু থেকেই অনুপস্থিত রয়েছে, তাদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে দিতে হবে। এজন্য গুগল ফর্মের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৭ মে পর্যন্ত।

নির্দেশনায় উল্লেখ করা হয়- প্রতিটি অনুপস্থিত শিক্ষার্থীর জন্য একটি করে ফরম পূরণ করতে হবে। অভিভাবক কিংবা শিক্ষার্থীর সঙ্গে সরাসরি অথবা ফোনে কথা বলে অনুপস্থিতির কারণ জানতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে তা যাচাই করতে বলা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে অনুপস্থিতির পেছনে থাকা পারিবারিক, সামাজিক বা মানসিক কারণগুলো উঠে আসবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। মঙ্গলবার (১৩ মে) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষ হয়েছে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার (১৫ মে)। ওইদিন থেকেই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ২২ মে পর্যন্ত। মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষা ১৬-২২ মে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১০

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১১

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১২

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৩

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৪

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৫

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৬

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৭

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৯

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

২০
X