জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সাইকেল চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও শিক্ষার্থীরা। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে মো. সজিব মিয়া নামে পরিচয় দেয় এবং এর আগেও ৫টি সাইকেল চুরির কথা স্বীকার করে।
বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন জানান, মুখে মাস্ক পরা অবস্থায় একজনকে আন্ডারগ্রাউন্ড থেকে সাইকেল নিয়ে বের হতে দেখি। সাইকেলে তালা বা শিকল না থাকায় সন্দেহ হয়। আমি তাকে থামালে সে মাস্ক খুলে ফেলে এবং বলে হলে ঘুরতে এসেছে। এ সময় শিক্ষার্থীরা এসে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিকভাবে কিছু বলতে পারেনি এবং পরে চুরির কথা স্বীকার করে।
আটক সজিব মিয়া বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে এখন পর্যন্ত ৫টা সাইকেল চুরি করছি। আজও চুরি করতে এসে ধরা পড়ে যাই, ভবিষ্যতে আর করব না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গত আট মাসে জবি থেকে অনেকগুলো সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় একাধিক জিডি করা হয়েছে। আজ গ্যারেজ থেকে শিক্ষার্থীরা একজন সজিব নামে এক যুবকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পুলিশকে জানানো হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন