কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

অবৈধভাবে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা চূড়ান্ত বরখাস্ত

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. জাকির হোসেন এবং আবু হানিফা। ছবি : কালবেলা
বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. জাকির হোসেন এবং আবু হানিফা। ছবি : কালবেলা

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকার পরও অবৈধভাবে নিয়োগ পাওয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মো. জাকির হোসেন এবং উপ-রেজিস্ট্রার আবু হানিফাকে চূড়ান্ত বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তের আলোকে ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছিল।

চূড়ান্ত বরখাস্তের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরের সরকারি নিরীক্ষা আপত্তিসমূহের প্রেক্ষিতে সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও উপ-রেজিস্ট্রার মো. আবু হানিফার কাছে জবাব চাওয়া হয়। তা যাচাই-বাছাইয়ের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের নিয়োগ ও নিয়োগ সংক্রান্ত সকল আদেশ, প্রক্রিয়া, কার্যক্রম আইনত অবৈধ হওয়ায় জাকির হোসেন ও আবু হানিফার অবৈধ নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ গত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত থেকে জানা যায়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৩ এ উপাচার্যের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের ক্ষমতার বিষয়ে উল্লেখ নেই। কিন্তু এরপরও সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মো. জাকির হোসেন অস্থায়ীভাবে নিয়োগ পান। এ বিষয়ে সিন্ডিকেটের পূর্বানুমোদনের কোনো তথ্য বা প্রমাণ পায়নি তদন্ত কমিটি। এ ছাড়া তার শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ ও সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। এতেও আইনের ব্যত্যয় ঘটেছে।

একইভাবে উপ-রেজিস্ট্রার আবু হানিফার নিয়োগকালীন পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তার সে অভিজ্ঞতা নেই। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের কোনো কাগজপত্র এবং আগের প্রতিষ্ঠানের ছাড়পত্র পাওয়া যায়নি। তাই তার নিয়োগটিও বৈধ নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাকির হোসেন ও আবু হানিফার নিয়োগ যে অবৈধ সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে। সেই আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ব্যবস্থা গ্রহণ করতে গত জুন মাসেই চিঠি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সিন্ডিকেটের অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় গত ৪ নভেম্বর তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এ মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকজের জবাব যাচাই-বাছাই এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় তাদের আরবি বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে।

জানতে চাইলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ কালবেলাকে বলেন, তাদের বিষয়ে ইউজিসি তদন্ত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরাও যাচাই-বাছাই করে দেখেছি। তারপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

নামের ভুলে কারাবন্দি, অতঃপর...

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

১০

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

১১

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

১৩

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

১৪

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

১৬

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৭

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১৯

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

২০
X