বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেম্বার হয়েও দিচ্ছেন এসএসসি পরীক্ষা

বাঁ থেকে শাহানাজ পারভীন, শিলা খাতুন ও মুর্শিদা বেগম। ছবি : কালবেলা
বাঁ থেকে শাহানাজ পারভীন, শিলা খাতুন ও মুর্শিদা বেগম। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার কোনো বয়স নেই- এ কথাটিই আবারও প্রমাণ করলেন ৩ নারী জনপ্রতিনিধি। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় এবং পারিবারিক অসচ্ছলতায় পড়াশোনা থমকে যায় তাদের। তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের। তবে, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর নানাভাবে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন তারা।

তাই, দীর্ঘদিন পর স্বামী ও পরিবারের অন্য সদস্যদের অনুপ্রেরণায় আবারও পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বয়সকে তুচ্ছ করে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হয় বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবম শ্রেণিতে। আর এ বছর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তারা ৩ জনই।

এই বয়সে এসে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩ নারী জনপ্রতিনিধি পরীক্ষার্থীদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তারা বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মুর্শিদা বেগম, পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত নারী ইউপি সদস্য শিলা খাতুন এবং একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য শাহানাজ পারভীন।

তারা সবাই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কারিগরি শাখার শিক্ষার্থী। এর মধ্যে শিলা খাতুন কারিগরি শাখার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে এবং অপর দুইজন ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের পরীক্ষার্থী।

এই ৩ নারী জনপ্রতিনিধি জানান, পারিবারিক অসচ্ছলতায় অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের। পরে সংসার জীবন শুরু। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও লেখাপড়া করা হয়ে উঠেনি। তবে অনেক পরে হলেও পরিবারের সমর্থনে পড়াশোনা চালিয়ে নিতে পাড়ায় খুশি তারা। এছাড়াও তারা মনে করেন জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে ৩ নারী ইউপি সদস্যের লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসার দাবিদার। বয়স যে লেখাপড়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না এই তিন জনপ্রতিনিধিকে তার দৃষ্টান্ত বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

স্থানীয় শিক্ষকরা বলছেন, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এ ধরনের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। এই ৩ জনপ্রতিনিধির এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দেখে সাধারণ মানুষ লেখাপড়ায় আরও অনুপ্রাণিত হবে বলেও মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাত্র আমরাই শরিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছি : চরমোনাই পীর

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মোবাইল ফোন বা ওয়াই-ফাই কি ক্যানসারের কারণ

মার্কিন হামলায় কেন এবার ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে ইরান

জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

মিছিল-স্লোগানে মিলছে জনস্রোত, লোকারণ্য কালেক্টরেট মাঠ

চ্যাম্পিয়নস লিগ প্লে–অফে আবার মুখোমুখি রিয়াল ও বেনফিকা

বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

ভরদুপুরে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

১০

শবেবরাতে কি ভাগ্য লেখা হয়? যা বলছেন ইসলামি স্কলার

১১

টেইলরের পরামর্শে বদলায় রোজের পথচলা

১২

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা’

১৩

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

১৪

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

রাশিয়ার বিরুদ্ধে জিততে নতুন পরিকল্পনা ইউক্রেনের

১৭

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

১৮

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

১৯

‘মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’

২০
X