দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) উপজেলার ৩৭টি কেন্দ্রে সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে কাগজের ব্যালটে। এ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের দিন অর্থাৎ আজ ভোর ৪টার সময় ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে।
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকালীন সব ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়। ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ৩ হাজার ৬৪ জন ভোটার রয়েছে। পঞ্চগড়-১ আসন (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর) ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৮ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫৮৪ জন, হিজড়া ভোটার ১ জন। এ আসনটিতে ভোটকেন্দ্র ১৫৬টি, অস্থায়ী কক্ষ ৯৯টি, স্থায়ী কক্ষ ৯১৭টি। মোট কক্ষ ১ হাজার ১৬টি।
এর আগে, গতকাল শনিবার দুপুরে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
মন্তব্য করুন