বি-টাউনে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অস্তিত্বের ছাপ রেখে চলেছেন ববি দেওল। উত্থান-পতনে ভরা তার ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলার-কোস্টার। একসময় নীরবতার আড়ালে হারিয়ে যাওয়া এ অভিনেতা তুমুল আলোচনায় ফিরে আসেন ‘অ্যানিম্যাল’-এর ভয়ংকর ‘আবরার’ হয়ে। তারপর সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ‘ব্যাডস অফ বলিউডে’ তার উপস্থিতি ঘিরে যেন নতুন করে জেগেছে কৌতূহল, উত্তেজনা আর প্রত্যাশা।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ববি দেওল জানান, অভিনেতাদের জীবনে উত্থান-পতন খুব স্বাভাবিক একটি বিষয়। একটা সময় ছিল যখন তার হাতে কার্যত কোনো কাজ ছিল না। প্রযোজক-পরিচালকরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন।
ববি বলেন, ‘আমি পরিচালক-প্রযোজকদের অনুরোধ করতাম কাজ দেওয়ার জন্য। তাদের অফিসে যেতাম। কাজ না দিক, অন্তত তারা যেন আমায় মনে রাখে।’
তিনি আরও বলেন, ‘তবে হাল ছেড়ে দিইনি কখনো। আমার মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব। কেউ যেন আমাকে ভেতর থেকে শক্তি জুগিয়েছিল। তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি।’
মন্তব্য করুন