সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কোথায় আছে দিলদারের পরিবার?

অভিনেতা দিলদার। ছবি : সংগৃহীত
অভিনেতা দিলদার। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি হাসির খোরাক যোগানো মানুষটির নাম দিলদার। বাংলা সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। ২০০৩ সালের ১৩ জুলাই মারা যান জনপ্রিয় এই অভিনেতা। মাত্র ৫৮ বছর বয়সে দিলদারের চলে যাওয়ায় বাংলা সিনেমার যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি অভিভাবকশূন্য হয়ে পড়েছে তার পরিবার। নন্দিত এই অভিনেতার পরিবারের কে কোথায় আছেন, কেমন আছেন তারা, তা অনেকেরই অজানা।

মন খারাপ নিয়ে সিনেমা দেখতে বসে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে এমন মানুষের সংখ্যা কম নয়। আবার সিনেমার নায়ক বসে আছেন। তাকে ঘিরে ধরেছেন ভক্তরা। এমন সময় সেখানে এসে দাঁড়ালেন দিলদার। সঙ্গে সঙ্গে নায়কের সামনে থাকা ভক্তরা জড়ো হলেন দিলদারের সামনে। এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে।

২০০৩ সালের ১৩ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এই অভিনেতাকে আজও মনে করেন বাংলা সিনেমার দর্শক। মাত্র ৫৮ বছর বয়সে দিলদারের চলে যাওয়ায় বাংলা সিনেমার যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি অভিভাবকশূন্য হয়ে পড়েছে তার পরিবারও। নন্দিত এই অভিনেতার পরিবারের কে কোথায় আছেন বা কেমন আছেন তা অনেকেরই অজানা।

চাঁদপুরে জন্মগ্রহণ করা এই অভিনেতা দুই কন্যা সন্তানের জনক। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম সুস্থ আছেন। বর্তমানে তিনি স্বামীর রেখে যাওয়া বাড়িতেই থাকেন। ডেমরায় ‘কৌতুক অভিনেতা দিলদার ভিলা’ নামে একটি পাঁচতলা বাড়ি করেছিলেন দিলদার। এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া। পাঁচ তলায় মাঝেমধ্যে অভিনেতার স্ত্রী থাকেন। আবার কখনো কখনো তিনি চাঁদপুর বা ঢাকায় মেয়েদের কাছে থাকেন।

দিলদারের বড় মেয়ের নাম মাসুমা আক্তার রুমা। তিনি পেশায় দন্ত চিকিৎসক। পরিবার নিয়ে গুলশানের নিকেতনে থাকেন তিনি। ছোট মেয়ের নাম জিনিয়া আফরোজ সোমা। বর্তমানে তিনি বসুন্ধরা এলাকায় থাকেন। তার স্বামী পাঁচ বছর আগে ক্যানসারে মারা গেছেন বলেও জানা গেছে।

১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় দিলদারের। এরপর ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘অন্তরে অন্তরে’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি।

দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক নায়ক হিসেবে তাকে পর্দায় হাজির করেন। ‘আব্দুল্লাহ’ নামের সেই সিনেমাটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কাজের স্বীকৃতিস্বরূপ ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১০

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১১

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১২

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৩

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৪

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৫

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৬

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৭

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৮

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১৯

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

২০
X