বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরজি ‘মহানগর’। এতে ওসি হারুন চরিত্রে দেখা গেছে তাকে। সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে। এখন তৃতীয় অধ্যায়ের অপেক্ষায় আছেন দর্শক। ‘মহানগর’ সিরিজপ্রেমীদের মধ্যে এখন একটাই প্রশ্ন— কবে আসবে এর তৃতীয় কিস্তি। এর উত্তর দিতে পারেন কেবল সিরিজটির নির্মাতা আশফাক নিপুন।
সংবাদমাধ্যমকে নির্মাতা বলেন, আগেই জানিয়েছিলাম ‘মহানগর-৩’ বানাব কিনা সেটা নির্ভর করছে দর্শক চাহিদার ওপর। তারা চাইলে বানাব। হ্যাঁ, দর্শকরা চাইছেন। আমি চাই দর্শক আরেকটু চাক। তাদের ক্ষুধা আরেকটু বাড়ুক। যেদিন প্রত্যাশার পারদ উপরে থাকবে সেদিন কিছু একটা করতে পারব।
আরও পড়ুন : ফারুকীর নেতৃত্বে আসছে ১২ নির্মাতার ওয়েবফিল্ম
‘মহানগর-২’ শেষে দর্শক ধরে নিয়েছিল ‘মহানগর-৩’ আসবে। বর্তমানে ‘উই নিড টু টক’ প্রজেক্ট নিয়ে কাজ করেছেন আশফাক নিপুন। কেননা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধায়নে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। তাতে ১২টি সিনেমা নির্মাণ করবেন ১২ নির্মতা। জানা গেছে, সেগুলোরই একটি সিনেমা হলো ‘উই নিড টু টক’। ২০২৩-২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।
মন্তব্য করুন