বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে অপি, সাগর ও তাহসান 

প্রথমবার একসঙ্গে অপি, সাগর ও তাহসান। ছবি : সংগৃহীত 
প্রথমবার একসঙ্গে অপি, সাগর ও তাহসান। ছবি : সংগৃহীত 

পরিচালক সাগর জাহান। অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো করলেন বিজ্ঞাপন নির্মাণ। বিদেশি প্রতিষ্ঠানের জন্য করা তার এই বিজ্ঞাপনে আবার প্রথমবার জুটি হয়ে কাজ করলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী অপি করিম। তাই তিনজনেরই হলো নতুন এক অভিজ্ঞতা।

কাজটি নিয়ে সাগর জাহান কালবেলাকে বলেন, ‘আমি মূলত নাটকের মানুষ। নাটকই আমার ধ্যানজ্ঞান। এর আগে অনেক বিজ্ঞাপন নির্মাণের সুযোগ এলেও পরবর্তী সময়ে আর করা হয়নি। তবে এবার করেই ফেললাম। কারণ আমি জানি, বিজ্ঞাপন নির্মাণ অত্যন্ত আনন্দের জায়গা। যেখানে সবাই মিলে স্বল্পসময়ে কাজের মাধ্যমে ভালো কিছু করা যায়। সে জায়গা থেকে কাজটি করা। এরপর প্রথম বিজ্ঞাপনেই অভিনয়ে যাদের পেয়েছি, আমি নিজেই তাদের কাজের ভক্ত। এ ছাড়া আমরা বড় একটি টিম নিয়ে কাজটি করেছি। যেখানে আমি ছাড়া সবারই ভালো কিছু বিজ্ঞাপন বানানোর অভিজ্ঞতা ছিল।’

এ সময় নিজের প্রথম বিজ্ঞাপনে অপি করিম ও তাহসান খানের মতো আর্টিস্ট নিয়ে কাজের অভিজ্ঞতা জানান এই পরিচালক, যা নিয়ে তিনি আরও বলেন, ‘দুজনের সঙ্গেই আমার অসংখ্য নাটকে কাজের অভিজ্ঞতা রয়েছে। তাদের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে অপি করিমের সঙ্গে অনেকদিন পর কাজ হলো; কিন্তু তার সঙ্গেই আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে। তাই আমাদের দুজনের বোঝাপড়া সেই শুরু থেকে। কারণ ২০০৪ সালে আমার করা প্রথম নাটক ‘নীল গ্রহ’, যেখানে অপি এবং মাহফুজ আহমেদ অভিনয় করেন। সেই সময় থেকে আমরা দুজন অসংখ্য নাটক করেছি। এ ছাড়া তাহসানের সঙ্গেও আমি অনেক নাটক করেছি। তিনি জেন্টেলম্যান একজন মানুষ। তাই ২০১৭-১৮ সালের দিকে এদের দুজনকে নিয়ে একবার নাটক বানানোর চেষ্টা করেছিলাম আমি। কারণ দুজনকে নিয়েই আলাদা আলাদা অনেক কাজ করা হলেও তাদের জুটি হিসেবে দর্শকের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম। তবে সে সময় দুজনের শিডিউল মেলাতে না পারায় আর করা হয়নি। তাই এবার সুযোগ আশার সঙ্গে সঙ্গেই আমরা কাজটি করে ফেললাম। আশা করছি বিজ্ঞাপন হলেও দর্শক কাজটি অসম্ভব ভালোবাসবে। এ ছাড়া একজন নির্মাতা হয়ে আমি গোটা টিম এবং আর্টিস্টদের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতার জন্যই খুব সুন্দরভাবে বিজ্ঞাপনটি শেষ করেছি আমরা।’

এদিকে এই বিজ্ঞাপনে অভিনয় এবং সাগর জাহানের সঙ্গে দীর্ঘদিন পর কাজের অভিজ্ঞতা নিয়ে কালবেলাকে অভিনেত্রী অপি করিম বলেন, ‘সাগর জাহানের সঙ্গে এর আগে আমি অসংখ্য নাটকের কাজ করেছি। তবে বিজ্ঞাপনে এবারই প্রথম তার সঙ্গে কাজ করা হয়েছে। দুজনেরই দীর্ঘ বিরতির পর আবারও এক হওয়া। আমি তার নির্দেশনায় অভিনয় করতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি, যা এবারও ছিল। কারণ সাগর সবসময় আর্টিস্টের কমফোর্ট জোনটি বুঝতে পারে। সে জানে কীভাবে একজন অভিনেতা-অভিনেত্রীর থেকে সেরাটি বের করে আনতে হয়। তাই তার সঙ্গে যে কোনোও প্রজেক্ট করতেই আমার ভালো লাগে।’

এটি একটি এসির বিজ্ঞাপনের কাজ। যেখানে অপি করিম প্রথমবারের মতো অভিনয় করেছেন তাহসান খানের সঙ্গে। সেই অভিজ্ঞতা নিয়ে অপি আরও বলেন, ‘আমি এর আগে তাহসানের সঙ্গে কোনো ধরনের কাজ করিনি। এবারই প্রথম স্ক্রিন শেয়ার করলাম। আগে একবার দুজনে একটি শোয়ে বিচারক হিসেবে কাজ করেছিলাম। তবে জুটি বেঁধে এবারই প্রথম তার সঙ্গে কাজ হলো। তাহসান দুর্দান্ত একজন আর্টিস্ট। প্রথমবার কাজ করলেও সেটে তা কখনো মনেই হয়নি। সহকর্মী হিসেবে ও দারুণ একজন মানুষ। যার কারণে কাজটি করে খুব আরাম পেয়েছি।’

নিজের অভিজ্ঞতা নিয়ে তাহসানও বেশ আনন্দিত। তিনি জানান, এই কাজের সুযোগ যখন তার কাছে আসে, তিনি একেবারেই হাতছাড়া করতে চাননি। বর্তমানে তাহসান একটি রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যানারে চেংহুং এসির এই বিজ্ঞাপনের শুটিং সম্প্রীতি শেষ হয়েছে। বিজ্ঞাপনে তাহসান খান এবং অপি করিম ছাড়া মডেল হিসেবে আরও আছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য, মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনজরে খালেদা জিয়া

শেষ মুহূর্তে তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

মারা গেছেন বেগম খালেদা জিয়া

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী বিন্দু

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

১০

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

১১

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

১২

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

১৩

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

১৪

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

১৫

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

১৬

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

১৭

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১৮

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১৯

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

২০
X