সদ্য সংযুক্ত আরব আমিরাতে স্টেজ পারফর্মেন্স করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এবার দুবাই থেকে সমুদ্রসৈকতে ডিগবাজি দিলেন এই ঢালিউড তারকা।
তবে ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন তিনি। জায়েদ খানের ফেসবুক ওয়ালে ভিডিওটিও দেখলে এমনটিও দেখা যায়। ব্যথা পেলেও এই নায়ক বললেন দর্শকের জন্য সারপ্রাইজ আসছে।
সূত্রের খবর, কোনো এক বলিউড নায়িকার সঙ্গে একটি কাজে দেখা মিলবে নায়কের। জায়েদের বিপরীতে থাকবেন একজন জনপ্রিয় বলিউড হিরোইন। বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না ‘সোনার চর’খ্যাত নায়ক। সময় এলে সেই খবরটি দেবেন বলে জানালেন জায়েদ।
সিনেমায় অভিনয়ের বাইরে জায়েদ খান নিয়মিত স্টেজ পারফর্মেন্স, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে অংশ নিচ্ছেন। দেশ-বিদেশে তো স্টেজ প্রোগ্রাম লেগেই আছে। ভারতীয় নায়িকা পূজা ব্যানার্জির সঙ্গেও একটি সিনেমায় দেখা যাবে তাকে। তবে এই সিনেমার শুটিং এখনো শুরু হয়নি।
মন্তব্য করুন