

বাঙালি রান্নায় হলুদ যেন এক অনিবার্য উপকরণ। তরকারিতে রঙ, গন্ধ আর স্বাদের ছোঁয়া দিতে যেমন দরকার, তেমনি এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় হলুদ বহু বছর ধরে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কিন্তু যদি কেউ টানা এক মাস প্রতিদিন হলুদ খায়, তখন শরীরে কী ঘটে? ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে তারই উত্তর।
প্রদাহ কমায় : হলুদের মূল উপাদান কারকিউমিন (Curcumin) শরীরের ভেতরের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। আর্থ্রাইটিস, জয়েন্টের ব্যথা বা ফোলাভাবের মতো সমস্যায় এটি স্বস্তি দেয়।
হজম ভালো রাখে : হলুদ পেটের জন্য একপ্রকার টনিকের মতো কাজ করে। বদহজম, গ্যাস বা পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলস থেকে রক্ষা করে, ফলে ইমিউন সিস্টেম আরও শক্তিশালী হয়।
মাংসপেশির ব্যথা কমায়: ব্যায়াম বা ক্লান্তির পর যে মাংসপেশির টান বা ব্যথা হয়, তা কমাতে হলুদ কার্যকর ভূমিকা রাখতে পারে।
হজমে সমস্যা হতে পারে : খালি পেটে বেশি পরিমাণে হলুদ খেলে পেট জ্বালা, গ্যাস বা বমিভাব হতে পারে। তাই পরিমিত মাত্রায় খাওয়া জরুরি।
রক্ত পাতলা হওয়ার ঝুঁকি : হলুদ প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করে। যারা ব্লাড থিনার ওষুধ খান, তাদের অতিরিক্ত হলুদ খাওয়া বিপজ্জনক হতে পারে।
লিভারের ওপর চাপ : অনেক দিন ধরে বেশি পরিমাণে হলুদ বা সাপ্লিমেন্ট খেলে লিভারের ক্ষতি হতে পারে। লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
অ্যালার্জির সম্ভাবনা : কিছু মানুষের ত্বকে হলুদ অ্যালার্জি তৈরি করতে পারে— চুলকানি, র্যাশ বা জ্বালাভাব হতে পারে। এ রকম হলে ব্যবহার বন্ধ করুন।
আয়রন ঘাটতির ঝুঁকি : অতিরিক্ত হলুদ শরীরে আয়রনের শোষণ কমিয়ে দিতে পারে, ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে।
- প্রতিদিনের রান্নায় মশলা হিসেবে ব্যবহার করুন।
- গরম পানি বা চায়ে এক চিমটি হলুদ মিশিয়ে খান।
- রাতে ঘুমের আগে গরম দুধে অল্প হলুদ মিশিয়ে খেলে ভালো ঘুম হয় ও শরীর শান্ত থাকে।
- সাপ্লিমেন্ট নিতে চাইলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
হলুদ নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরের ভেতর-বাহির দুদিক থেকেই উপকার দিতে পারে। তবে মনে রাখতে হবে- পরিমিত মাত্রাই আসল চাবিকাঠি। অতিরিক্ত খেলে যেমন উপকার মিলবে না, উল্টো ক্ষতিও হতে পারে। তাই সচেতনভাবে, সঠিক পরিমাণে হলুদ খেলে শরীর থাকবে সুস্থ ও প্রাণবন্ত।
সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া
মন্তব্য করুন