কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কারামুক্ত হওয়ার পর নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্ত হয়েই সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।

নুসরাত ফারিয়া আরও লিখেছেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।

এর আগে, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ওইদিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে একটি প্রিজনভ্যানে করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে মঙ্গলবার (২০ মে) চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পান। পরে সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন্নাহার বলেন, দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাইবাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ক্যাডারের মানববন্ধন / প্রশাসন ক্যাডারের বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁদা না পেয়ে দোয়া মাহফিলের খাবার ফেলে দিলেন বিএনপি নেতার অনুসারীরা

‘শখের বশে’ গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে : ইসরায়েলের বিরোধী নেতা

ইশরাকের পক্ষে আন্দোলনে সিটি করপোরেশনের কর্মচারীরা

ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে রিটের শুনানিতে যা হলো

কেন গেলেন থানায়, জানালেন হান্নান মাসউদ

স্মার্টফোন কিনে ৫ লাখ টাকা পেলেন আলামিন

৪৩তম বিসিএস : নিয়োগ ১৬২ জনের এবারও বাদ ৬৫ 

‘১৭ বছর খাইনি, এখন খাব’, দুই বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

কলোনেল সোফিয়া কুরেশিকে নিয়ে কটূক্তি / বিজেপি মন্ত্রীর ‘ক্ষমা প্রার্থনা’ গ্রহণ করল না ভারতের সুপ্রিম কোর্ট

১০

স্কুলশিক্ষার্থীদের ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

১১

ছাত্রদল সভাপতি রাকিবের হুঁশিয়ারি

১২

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৩

যে চার কারণে স্টারলিংক নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক, মৃত্যু একজনের

১৫

৪৩তম বিসিএস : বাদ পড়াদের ১৬২ জনের গেজেট প্রকাশ

১৬

অসাধুরা বাজারের ছোট প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে : বাণিজ্য উপদেষ্টা

১৭

ঈদুল আজহা কবে, সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

১৮

চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

১৯

ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.৮০%

২০
X