দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগীকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দুদকের আরও দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আসামিরা হলেন ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরামিট পিএলসি এজিএম উৎপল পাল।
দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান আসামিদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে। সেজন্য সাইফুজ্জামানসহ তাদের বিরুদ্ধে দুদকের করা দুই মামলায় তাদের প্রত্যেকের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড ও অন্য আরও দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন তাদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।
গত ২৮ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. মশিউর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদন বলা হয়েছে, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসি এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আরামিট পিএলসি এজিএম উৎপল পালসহ আটজন ইউসিবি পিএলসির মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়ার টেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে চাপ ও ভয় ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা অন্য আসামিদের সহযোগিতায় ঋণ অনুমোদন করিয়ে ঘুষ গ্রহণ করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ বিদেশে পাচার করে মানিলন্ডারিংসহ অন্য ধারায় অপরাধ করেছেন। সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরী। এ আসামিরা তার কর্মচারী। তারা ভুয়া ঋণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে ঘুষ নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করে। সাইফুজ্জামান চৌধুরীর নামে বিদেশে সম্পত্তি ক্রয় ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সেজন্য তাদের ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। গত ২২ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে আটজনের বিরুদ্ধ মামলা করেন।
মন্তব্য করুন