কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বলিউড তারকারা রাত ৭টার মধ্যেই কেন ডিনার শেষ করে নেন?

খাবারের পসরা। ছবি : সংগৃহীত
খাবারের পসরা। ছবি : সংগৃহীত

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, মালাইকা আরোরা, শ্রদ্ধা কাপুর, শাহিদ কাপুর কিংবা মিলিন্দ সোমন—সবারই একটা মিল খুঁজে পাওয়া যায়। জিজ্ঞেস করলে সবাই বলেন, ডিনার সারেন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যেই। কেউ কেউ আরও আগে। সম্প্রতি এক ফিচার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এতে জানানো হয়েছে, এমন নয়, এটা কোনো ট্রেন্ড ফলো করা। বরং এটা এই তারকাদের স্বাস্থ্যসচেতন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সংবাদমাধ্যমটির দাবি, ‘অক্ষয় কুমার তো এক সাক্ষাৎকারে বলেই ফেলেছেন, সাড়ে ছ’টার মধ্যে ডিনার সেরে নিন, গ্যারান্টি দিচ্ছি বদলে যাবে জীবন।’

কী এমন হয় এই একটা অভ্যাসে? চিকিৎসকরা বলছেন, রাত যত বাড়ে, আমাদের শরীরের বিপাক হার (metabolism) তত কমে যায়। ফলে দেরিতে খাবার খেলে হজম করতে শরীরের কষ্ট হয়। এতে অ্যাসিডিটি, বুক জ্বালা বা গ্যাসের সমস্যা দেখা দেয়। সন্ধ্যার মধ্যে খেয়ে ফেললে পাকস্থলি হালকা থাকে, হজমও ভালো হয়।

চলুন, জেনে নিই আরও কিছু উপকারিতা—

ওজন থাকে নিয়ন্ত্রণে বেশিরভাগ বলিউড তারকাই তাদের শরীর ও ফিটনেস নিয়ে ভীষণ সচেতন। রাতে বেশি খাবার খেলে ক্যালোরি খরচ হওয়ার সুযোগ থাকে কম, ফলে তা জমে গিয়ে রূপ নেয় ফ্যাটে। আগেভাগে খেলে শরীর সেই ক্যালোরি কাজে লাগাতে সময় পায়। ফলে ওজন বাড়ার ঝুঁকিও থাকে না।

ভালো ঘুম আসে রাত ৮টার পর ভারি খাওয়া অনেক সময় ঘুমে সমস্যা তৈরি করে। বুকের অস্বস্তি, গ্যাস বা বদহজমে ঘুম ভেঙে যায়। আগেভাগে হালকা খেয়ে ফেললে পাকস্থলিও বিশ্রামে যায়, মস্তিষ্কও শান্ত থাকে। ফলে ঘুম হয় গভীর ও নিরবচ্ছিন্ন।

সুগার ও ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে রাত ৭টার মধ্যে খাওয়া বন্ধ করলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা (sensitivity) বাড়ে। অর্থাৎ ইনসুলিন আরও ভালোভাবে কাজ করতে পারে। টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। তাই এখন অনেক পুষ্টিবিদ ও ফিটনেস কোচও পরামর্শ দেন, সন্ধ্যার মধ্যেই রাতের খাবার শেষ করতে।

বয়স ধরে রাখে শরীর যখন দীর্ঘ সময় খালি পেটে থাকে, তখন নিজেই কোষের পুরনো অংশ মেরামত করে (যাকে অটোফ্যাজি বলে) এবং টক্সিন বের করে দেয়। এই প্রক্রিয়া শরীর ও ত্বক দুটিকেই তরতাজা রাখে। তাই বলিউড তারকাদের ঝলমলে ত্বক ও জেল্লাদার লুকের পেছনে এই অভ্যাসের বড় ভূমিকা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে পৃথক অভিযানে এক লাখ টাকা অর্থদণ্ড

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

১০

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১১

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১২

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১৩

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৪

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৫

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৬

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৭

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৮

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৯

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২০
X