কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বোবায় ধরা কী, কেন হয়, প্রতিকার কীভাবে

ঘুমের মধ্যে বোবায় ধরা। ছবি : প্রতীকী
ঘুমের মধ্যে বোবায় ধরা। ছবি : প্রতীকী

মাঝরাতে হঠাৎই ঘুম ভাঙার পর অনুভব করলেন, আপনার বুকের ওপর ভারী কিছু বসে আছে। খুব করে চেষ্টার পরও ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছেন না। আপনি জেগে আছেন কিন্তু শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। এমনকি চিৎকারও করতে পারছেন না। এমন পরিস্থিতিকে বিশেষজ্ঞরা বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস বলে থাকেন।

বোবায় ধরা নিয়ে প্রায় সব মানুষের মধ্যেই আতঙ্ক কাজ করে। যদিও বোবায় ধরা বলতে কিছুই নেই। এটি মূলত ইন্দ্রিয়ঘটিত ব্যাপার, যা ঘুম ও জেগে থাকার মধ্যবর্তী অবস্থা। এমন সময় যখন আপনার শরীর ঘুমিয়ে আছে কিন্তু মস্তিষ্ক জেগে গিয়েছে।

বোবা ধরলে একেকজনের একেক রকম অনুভূতি হয়। কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান, কেউ দুর্গন্ধ পান, কেউ বা আবার ভয়ানক কোনো প্রাণী দেখতে পান। মোটকথা, তখন হ্যালুসিনেশনের মতো একটা অবস্থার সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুন এই বিষয়ে বলেন, বোবায় ধরার সঙ্গে ভূতে ধরা, জিনে ধরাসহ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী অনেক মানুষ। কিন্তু বিষয়টি তা নয়। বোবায় ধরা সমস্যাকে চিকিৎসাশাস্ত্রের ভাষায় বলা হয় ‘স্লিপ প্যারালাইসিস’ বা ঘুমের মধ্যে পক্ষাঘাত।

ঘুমের বিভিন্ন স্তর আছে। যেমন নন-রেম স্লিপ ও রেম স্লিপ অর্থাৎ রেপিড আই মুভমেন্ট স্লিপ। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস রেম স্লিপ বিঘ্ন ঘটার কারণেই হয়ে থাকে। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের সঙ্গে কিছু মানসিক রোগ যেমন- নারকোলিপসি, মাইগ্রেন, উদ্বেগমূলক ব্যাধি ও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় যোগসূত্র রয়েছে। স্লিপ প্যারালাইসিস সাধারণত স্নায়ুবিক রোগ বা নারকোলিপসির কারণে হতে পারে।

বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের কারণ হিসেবে ডা. হাসানুল হক বলেন, ‘মস্তিষ্কে দুই ধরনের রাসায়নিক পদার্থ আছে গ্লাইসিন ও গামা অ্যামাইনোবিউটিরিক অ্যাসিড। এ দুই ধরনের রাসায়নিক পদার্থ বা অ্যামাইনো অ্যাসিডের নিঃসরণের ফলে মাংসপেশি অসাড় হয়ে পড়ে। মস্তিষ্কের রাসায়নিক পদার্থ দুটি মস্তিষ্কে পেশি সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয়। যখন সুইচ অফ করে দেয়, তখনই স্লিপ প্যারালাইসিস শুরু হয়।

ঘুমের চূড়ান্ত পর্যায়ে রেম স্লিপের সময় চোখ খুব দ্রুত নড়াচড়া করে। মস্তিষ্কের সংবেদনশীল অংশ রেপিড আই মুভমেন্ট স্লিপ থেকে তাড়াতাড়ি আগেই বেরিয়ে আসে, একজন ব্যক্তি তখন জেগে ওঠেন। কিন্তু মস্তিষ্কের নিচের অংশটি যদি তখনো রেপিড স্লিপ মুভমেন্টে থাকে, তখন পেশিগুলোকে অবশ করার জন্য নিউরোট্রান্সমিটার পাঠাতে থাকে।

বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের লক্ষণ

* প্রধান লক্ষণ হচ্ছে জাগরণের সময় নড়াচড়া বা কথা বলতে না পারা।

* স্লিপ প্যারালাইসিসের সময় ফিসফিস, গর্জন, ভয়েস ও গুঞ্জনের মতো শব্দ শোনা বা কল্পনা করা।

* কারও কারও হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়।

* বুকের ওপর চাপ অনুভব করা।

* তীব্র আতঙ্ক, অত্যধিক ভয়ের অনুভূতি ও ঘাম হওয়া।

* অতিপ্রাকৃত কোনো প্রাণী বা ব্যক্তি শ্বাসরোধ করছে, এমন অনুভূতি হওয়া।

* শ্বাস নিতে অসুবিধা হওয়া।

* আশপাশে এমন কোনো ব্যক্তি বা বস্তু আছে তার ক্ষতি করতে চায়, এমন ভয়ের অনুভূতি হওয়া।

বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা

স্লিপ প্যারালাইসিস আসলে গুরুতর কোনো রোগ নয়। মাঝেমধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। ডা. হাসানুল হক বলেন, স্লিপ প্যারালাইসিস কদাচিৎ হয়। কারও ছয় মাসে একবার, আবার কারও বছরে একবার হয়। যদি কারও ঘন ঘন হয়, সপ্তাহে দুই-তিনবার বা প্রতিদিন ঘুমের সময়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্লিপ প্যারালাইসসিস সমস্যার জন্য নিউরোলজিস্ট ও অটোলারিংগোলজিস্ট, হেড নেক সার্জনদের কাছে যেতে হবে।

চিকিৎসা হিসেবে রোগীকে কাউন্সিলিং করতে হবে। বোঝাতে হবে সমস্যাগুলো, যে কারণে রোগটা হচ্ছে। অ্যালকোহল, ধূমপান পরিহার করতে হবে। ক্লান্তি, অবসাদগ্রস্ততা, উদ্বেগ, মানসিক অশান্তি ও ঘুমের সমস্যা দূর করতে হবে। প্রয়োজনে রোগীর সমস্যা শনাক্ত করে ওষুধ দেওয়ার কথা বলেন ডা. হাসানুল হক।

সচেতনতা ও সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে স্লিপ প্যারালাইসিস প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১০

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১২

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৩

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৪

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৫

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৬

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

১৭

অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন আহমদ

১৮

আখতারের ওপর ডিম নিক্ষেপ, অর্থায়নকারীর তথ্য জানাল পুলিশ

১৯

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ‘অপমানজনক’ ঘটনা ঘটেছে

২০
X