কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে বুঝবেন স্বার্থপর সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটা ভালোবাসার সম্পর্ক যেখানে বোঝাপড়া থাকবে, শ্রদ্ধা থাকবে আর দুজন দুজনের পাশে থাকবে সুখে-দুঃখে। সবাই এমন সম্পর্কই চায়। কিন্তু সব সম্পর্কেই যে সুখ আসে? তা কিন্তু নয়। অনেক সময় বুঝতেও দেরি হয়ে যায় যে, আপনি হয়তো এমন একজনের সঙ্গে আছেন যিনি আসলে স্বার্থপর।

স্বার্থপর সঙ্গী মানে শুধু নিজের সুবিধা নিয়ে ভাবে, আপনার চাওয়া-পাওয়ার কোনো গুরুত্বই দেয় না। সময়ের আগেই যদি বিষয়গুলো বুঝে ফেলেন তাহলে হয়তো নিজেকে অনেক কষ্ট থেকে বাঁচাতে পারবেন আপনি।

চলুন আজ জেনে নিই কীভাবে বুঝবেন আপনার সঙ্গী স্বার্থপর কিনা।

১. আপনার কথা শুনতে চায় না

আপনার মন খারাপ, কষ্টে আছেন- সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে চাইলেন। কিন্তু সে মন দিয়ে শুনছে না, বরং নিজের কথা বলে যাচ্ছে কিংবা উল্টো আপনার দোষ ধরছে।

এই আচরণ যদি নিয়মিত হয়, তাহলে বুঝবেন, সে আপনার অনুভূতির প্রতি আন্তরিক না। ভালোবাসা মানেই একে অপরের কথা শোনা।

২. মতবিরোধ হলে কথা বন্ধ করে দেয়

সম্পর্কে মতভেদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু সে যদি কিছু হলেই কথা বন্ধ করে দেয়, দিনের পর দিন মুখ না খোলে, তাহলে বিষয়টি উদ্বেগজনক। এতে আপনি দমবন্ধ অনুভব করবেন আর শেষে তার কথাই মানতে বাধ্য হবেন।

এটা কোনো সমাধান নয়, বরং একটা মানসিক চাপে রাখা- এটাই স্বার্থপরতা।

৩. সবসময় নিজের মত চাপিয়ে দেয়

কোনো ব্যাপারে আলোচনা করলেই সে ধরে নেয়, ‘আমিই ঠিক’। আপনার মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের কথাই চূড়ান্ত ভাবে- এমনটা বারবার হলে বুঝে নিতে হবে, আপনি একতরফা সম্পর্কে আছেন।

সম্পর্কে দুজনের মতামতই সমানভাবে গুরুত্ব পাওয়ার কথা।

আরও পড়ুন : কাঁচা বা আধাসেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর, জানুন চিকিৎসকের মতামত

আরও পড়ুন : যাদের জন্য ডাবের পানি খাওয়া উচিত নয়

৪. আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে

প্রেমে থাকা মানে এই নয় যে, আপনি পরিবার, বন্ধু, নিজের সময় সব ভুলে যাবেন। কিন্তু যদি আপনার সঙ্গী সবসময় আপনাকে চোখে চোখে রাখে, কে ফোন করল, কোথায় যাচ্ছেন, কী করছেন- সব কিছুতে সন্দেহ করে, তাহলে সেটি ভালোবাসা নয়, নিয়ন্ত্রণ করার প্রবণতা।

এভাবে কারও নিজস্বতা হারিয়ে যায়।

৫. আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে বাজে মন্তব্য করে

সঙ্গী যদি আপনার মা-বাবা, ভাইবোন বা বন্ধুদের নিয়ে কটু কথা বলে, তাদের অপছন্দ করে এবং তাদের থেকে দূরে থাকতে আপনাকে চাপ দেয়- তাহলে সেটা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

ভালোবাসা মানে আপনার মানুষগুলোকে সম্মান করা, তাচ্ছিল্য নয়।

৬. আপনার চাহিদার গুরুত্ব দেয় না

একটা সম্পর্ক মানে শুধু প্রেমিক/প্রেমিকার সুবিধা না, দুজনের মানসিক-শারীরিক চাহিদার খেয়াল রাখা। কিন্তু যদি দেখেন, সে শুধু নিজের কথা ভাবছে, আর আপনার ভালো-মন্দের খোঁজও নেয় না- তাহলে সে আপনাকে ভালোবাসছে না, শুধু ব্যবহার করছে।

৭. মনে না হলেই ব্রেকআপের ভয় দেখায়

ছোটখাটো বিষয়ে আপনার সঙ্গী যদি হুমকি দেয়, “তাহলে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখব না,” “ব্রেকআপ করে দিই?”—এগুলো খুব বিপজ্জনক সিগন্যাল।

এটা ভালোবাসা নয়, মানসিক চাপ সৃষ্টি করার কৌশল।

প্রেম মানে কষ্ট সহ্য করা নয়, বরং একজনের সঙ্গে এমনভাবে থাকা, যেখানে আপনি নিরাপদ ও সম্মানিত বোধ করবেন। আপনার সঙ্গী যদি শুধুই নিজের সুবিধা খোঁজে, আপনার অনুভূতি উপেক্ষা করে, আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়- তাহলে এখনই একটু ভেবে দেখুন, আপনি কি ভুল সম্পর্কে জড়িয়ে আছেন?

নিজেকে ভালোবাসুন, নিজের সম্মানকে আগে গুরুত্ব দিন। যে সম্পর্ক আপনাকে দমিয়ে রাখে, সেটা সম্পর্ক নয়- একটা আবেগের খাঁচা।

সূত্র : ম্যারেজ ডটকম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১১

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১২

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৩

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৫

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৬

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৭

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১৮

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১৯

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

২০
X