কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যার সঙ্গে যেমন আচরণ করল পুলিশ

ঢাকার রাস্তায় পুলিশের নিরাপত্তা জোরদার। ছবি : সংগৃহীত
ঢাকার রাস্তায় পুলিশের নিরাপত্তা জোরদার। ছবি : সংগৃহীত

অনেক নাটকীয়তার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় চলছে বিএনপির সমাবেশ। অপরদিকে বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগও বিএনপির সঙ্গে মিল রেখে তারিখ বদলে একই দিনে করছে শান্তি সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নানা কর্মসূচি চলছে। সবমিলিয়ে শুক্রবার (২৮ জুলাই) রাজনৈতিক অঙ্গনে বেশ তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনের কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ ঢাকার প্রবেশমুখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : সরকারকে পদত্যাগের আহ্বান এবি পার্টির

তবে সরকারদলীয় নেতাকর্মীদের অনেকটা রাজকীয় সংবর্ধনায় ঢাকায় প্রবেশ করতে দেওয়া হলেও অভিযোগ উঠেছে পথে পথে ভোগান্তির শিকার হয়েছেন অপর দল বিএনপি নেতাকর্মীরা। তাদের পড়তে হয়ে তল্লাশির মুখে। তা ছাড়া সড়কে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। নানাবিধ বিড়ম্বনায় পড়তে হয়েছে বিকল্পযান কিংবা হেঁটে সমাবেশে আসা নেতাকর্মীদেরও।

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার, সাভার, গাবতলী, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকি মোবাইল ফোন চেক করা হয়েছে অনেকের।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে নেতাকর্মীরা

যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।

রাজনৈতিক দল বিএনপির অভিযোগ, মহাসমাবেশে যোগ দিতে তাদের দলীয় কর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে, হচ্ছে। ঢাকার প্রবেশ মুখে বাসানো হয়েছে নিরাপত্তা চৌকি, গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের যানবাহনে নেওয়া হয়েছে তল্লাশি। গত দুদিন রাতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নেতাকর্মীদের গায়ে পানি ছিটালেন শামীম ওসমান

অন্যদিকে, আওয়ামী লীগের শান্তি সমাবেশে আগত নেতাকর্মীরা অনেকটা রাজকীয়ভাবে রাজধানীতে প্রবেশ করেছে। তাদের বহনকারী পরিবহনে কোনো তল্লাশি করা হয়নি। এমনকি শান্তি সমাবেশে আগত পরিবহনকে অনেকটা সহযোগিতা করতে দেখা গেছে পুলিশের পক্ষ থেকে।

শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায়, গাজীপুরসহ সাভার এলাকা হয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসা বাসগুলো সারি বেঁধে শাহবাগ পার হচ্ছে। ওই বাসগুলোকে বাংলামোটর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গুলিস্তানের দিকে যেতে দেখা গেছে। এসব বাস যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য দুপাশের সাধারণ পরিবহন আটকে রাখতেও দেখা গেছে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের।

এদিকে ঢাকার সাভার ও ধামরাইয়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানী বাইতুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে যোগ দিতে ৩০০টিরও বেশি গাড়ি নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন।

আরও পড়ুন : তল্লাশি ছাড়াই ঢাকায় ঢুকল ৩০০ গাড়ি

তবে ঢাকার প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশের বেশকিছু চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের যাত্রীদের তল্লাশি করা হলেও এসব গাড়িকে সেসব চেকপোস্ট নির্বিঘ্নে পার হতে দেখা যায়।

দুপুর ১২টা থেকেই সাভার ও ধামরাইয়ের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের গাড়িবহর নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ সময় মহাসড়কে মানিকগঞ্জ, কালিয়াকৈর ও টাঙ্গাইল থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী বেশকিছু গাড়িও দেখা যায়। আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন সম্বলিত এসব গাড়ি থেকে সরকার সমর্থিত শ্লোগানও দিতে শোনা গেছে।

সরেজমিনে সাভারের আমিনবাজার এলাকার পুলিশের চেকপোস্টে আওয়ামী লীগের ব্যানার সংবলিত কোনো যানবাহনেই তল্লাশি চালাতে দেখা যায়নি।

আরও পড়ুন : ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ১

মোবাইলে যোগাযোগ করা হলে ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা বলেন, আমরা প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী নিয়ে ২ শতাধিক গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ইতোমধ্যে সমাবেশে পৌঁছে গেছি।

পথে পুলিশের তল্লাশি হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা গাড়িবহর নিয়ে এসেছি কোনো তল্লাশি ছাড়াই। আমাদের কেন চেকপোস্টে থামাবে। আমাদের কেন তল্লাশি করবে।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বলেন, তল্লাশি ছাড়া কোনো বিশেষ দলের গাড়ি ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে এটি সত্য নয়। তবে দুপুরের দিকে প্রচণ্ড গরমে যখন পুলিশ সদস্যরা হাঁপিয়ে উঠেছিল তখন তল্লাশি চৌকিতে কিছুটা ঢিলেঢালাভাবে তল্লাশি করা হচ্ছিল। তা ছাড়া তখন পুলিশ সদস্যরা দুপুরের খাবারও খাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১০

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১১

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১২

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১৩

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১৫

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১৬

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১৭

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৮

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৯

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

২০
X