বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের জন্য এক লক্ষ ২ হাজার নগদ টাকা ত্রাণ সহায়তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে হস্তাস্তর করা হয়েছে।
সোমবার ( ২৬ আগস্ট) সকালে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মিলনায়তনে (টিএসসি) প্রাঙ্গনে বন্ধুর পক্ষ থেকে কয়েকজন হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা এই সহায়তার টাকা প্রদান করে বন্যা কবলিত মানুষদের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেন।
তারা বলেন, দেশের এই সঙ্কটকালীন সময়ে যে কোনো ভাবে তারা বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে চান। ‘বন্ধু’ বিশ্বাস করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে সমন্বীতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমঅধিকারের এবং একটি বৈষম্যেহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের রূপরেখা বাস্তবায়ণে কাজ করবে বন্ধু। এই দুর্যোগ মোকাবেলায় সকরের পাশে দাঁড়ানোর মাধ্যমে বন্ধু তার এক সমতার নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন