কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা
নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা

নগদের প্রশাসক বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক পরিচালক (নগদ প্রশাসক) বদিউজ্জামানের গাড়িতে হাতুড়ি হামলা চালায় দুর্বৃত্ত্বরা। নগদের বিরুদ্ধে ২হাজার ৩০০ কোটি টাকা পাচার, ভুয়া একাউন্ট খুলে হাজার কোটি টাকা লেনদেন, হুন্ডিতে জড়িত থাকার অনিয়ম উদঘাটন করেন নদগ প্রশাসন।

বৃহস্পতিবার ৩০ তলা ভবনের সামনে শতাধিক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাহেদুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, শেখ আব্দুল কুদ্দুস, পরিচালক আনিসুর রহমান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন।

বুধবার মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হাতুরি দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার ড্রাইভার গুরুতর আহত হন। বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। হামলাকারীরা হাতুড়ি রড দিয়ে তার সদ্য কেনা গাড়িও ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ প্রশাসকের ওপর হামলার ঘটনা ঘটেছে তবে তিনি তেমন আঘাতপ্রাপ্ত হননি। তার ড্রাইভার ইনজুরড হয়েছেন। আজকেই একটা নতুন গাড়ি কেনা হয়েছিল। সেই গাড়িতে হাতুরি-রড দিয়ে আঘাত করা হয়। নগদ প্রশাসকের সঙ্গে আমরা আছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। তখন প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে বলে জানানো হয়।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের কারণে গত ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়। পাশাপাশি তাকে সহায়তার জন্য ব্যাংকের ছয় কর্মকর্তাকে নিযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

১০

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১১

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১২

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১৩

এক নজরে অস্কার মনোনয়ন

১৪

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১৫

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১৬

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৭

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১৮

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৯

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

২০
X