কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বে বাংলাদেশি আশ্রয়প্রার্থী বেড়েছে ৮৮ শতাংশ : ইউএনএইচসিআর

বিশ্বে বাংলাদেশি আশ্রয়প্রার্থী বেড়েছে ৮৮ শতাংশ : ইউএনএইচসিআর

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বে বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা ৮৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০০-তে। তাদের নতুন আবেদনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ২০২২ সালের ‘গ্লোবাল ট্রেন্ডস ফোর্স ডিসপ্লেসমেন্ট ইন ২০২২’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এ তথ্য দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক প্রতিবন্ধকতায় স্বল্প আয় ও অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্তরা চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। ৭৭ শতাংশ পরিবারে করোনার কারণে গড় মাসিক আয় কমেছে। এ সময়ে ৩৪ শতাংশ পরিবারের কেউ না কেউ চাকরি বা আয়ের সক্ষমতা হারিয়েছেন। এরপর এসেছে রাশিয়া-ইউক্রেন সংকট।

আয় কমে যাওয়ার পাশাপাশি তরুণ-তরুণীদের বড় সংখ্যা বর্তমানে বেকার। আর যারা আবারও চাকরিতে যোগ দিতে পেরেছেন, তাদের আগের চেয়ে আয় কমেছে প্রায় ১০ শতাংশ। জাতিসংঘ, ব্র্যাকসহ বিভিন্ন গবেষণা সংস্থার গবেষণাপত্রে এসব চিত্র ফুটে উঠেছে।

ইউএনএইচসিআরের হিসাবমতে, শুধু ২০২০ সালেই ৫ লাখ ৫৬ হাজার ৮৮৮ বাংলাদেশি বিভিন্ন বিভাগে নিবন্ধন করেছেন। শরণার্থী, আশ্রয়প্রার্থী, উদ্ধার হওয়ারসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন ভাগে বাংলাদেশিরা আশ্রয় প্রার্থনা করছেন। বর্তমানে এ বিশাল সংখ্যক বাংলাদেশি ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছেন। ২০২১ সালে বিশ্বে শরণার্থী হিসেবে ২২ হাজার ৬৭২ জন এবং আশ্রয় প্রার্থনা করেছেন ৬৫ হাজার ৪৯৫ জন বাংলাদেশি।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১৮ হাজার ৯৫৯ জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেছেন। আর ৬৪ হাজার ৬২৪ জন নিজেদের আশ্রয়প্রার্থী হিসেবে ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত হয়েছেন। ৩৪ জন বাংলাদেশি শরণার্থীর মতো পরিস্থিতিতে এবং ৪ লাখ ৭৩ হাজার ২৭১ জন অন্যান্য বিভাগে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে নিবন্ধিত হয়েছেন।

সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ইউএনএইচসিআরের আগের বছরগুলোর তথ্যের সঙ্গে এ বছরের তথ্যের তারতম্য দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। ২০২২ সালে যেসব বাংলাদেশি আশ্রয় প্রার্থনা করেছেন, তাদের আবেদন একবারে নতুন।

একই বছর শরণার্থী, নতুন আবেদনকারী, উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীসহ বিভিন্ন বিভাগে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫১ হাজার ৯৪৯ জন। সেখান থেকে হিসাব করে বলা হয়েছে, নতুন আবেদনকারী ৮৮ শতাংশ বেড়েছে।

তবে ২০১৯ সালে ইউএনএইচসিআরের কাছে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ছিলেন ৫৭ হাজার ৯৩৩ জন। ২০১৮ সালে ৭৯ হাজার ৯০০ জন, ২০১৭ সালে ৮৫ হাজার ৩৬ জন এবং ২০১৬ সালে ৩৯ হাজার ৭৯৬ জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থী হিসেবে শরণার্থী সংস্থার কাছে নিবন্ধন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশিদের অধিকাংশই ইউরোপের দেশে প্রবেশ করে হয় শরণার্থী অথবা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে থাকেন। আর ইউরোপের দেশে প্রবেশের

উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেন। এদের অনেককে ওই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। তখন তাদের উদ্ধার হওয়া বিভাগে দেখানো হয়।

বাংলাদেশ থেকে ইউরোপ পর্যন্ত কয়েকটি সংঘবদ্ধ চক্র কাজ করে থাকে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একবার চার বাংলাদেশি অনাপত্তিপত্র নিতে এলে নথি পর্যাপ্ত ও সন্তোষজনক না থাকায় তাদের আবেদন খারিজ করা হয়। এর কিছুদিন পরই তাদের তুরস্ক থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তুরস্ক থেকে তাদের ফেরত নিয়ে আসতে হয়। প্রশ্ন হলো—মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়া তারা বারবার কীভাবে দেশের ইমিগ্রেশন অতিক্রম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

কটাক্ষের শিকার আলিয়া

১০

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

১১

ওজন কমাতে চা

১২

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

১৩

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

১৪

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

১৫

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

১৬

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

১৭

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

১৮

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৯

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

২০
X