কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।

সব ঘটনার গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে বল জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স— যা-ই হোক না কেন, সব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যত জটিলতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সব ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো, আবার তাকে ছাড়িয়ে এনে মালা পরানো হলো। বিষয়টি নিয়ে আপনারা কী বলবেন?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিষয়টা সবার কাছেই খারাপ লেগেছে যে কেন অপরাধীকে ছাড়া হলো। আসলে যিনি ভুক্তভোগী, তিনি মামলা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মামলা তুলে নেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করেছেন কি না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলব। ভিসিকে বলব ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলব তারা যেন মামলা করে। আমরা সুষ্ঠুভাবে বিচার করতে বদ্ধপরিকর।

ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না, এটা তো আলাদা আরেকটা মামলা হতে পারত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন হচ্ছে অন্ধ। যে-ই অপরাধী হন, জাতপাত-বর্ণ দেখা হবে না; লিঙ্গ দেখা হবে না। যিনি মব ভায়োলেন্স করুন না কেন, ধর্মীয় হোক, অধার্মিক হোক, তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে মব ভায়োলেন্স বা যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখব।

তিনি বলেন, গত সাত-আট মাসে যে যেখানেই ঝামেলা করেছে, মব ভায়োলেন্সর মতো ঘটনা ঘটিয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি, আরও প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বৈধ ঘোষণা সেই তৌফিকুরের

মার্কিন রণতরীতে মাদুরো, পেরিয়েছেন ক্যারিবীয় অঞ্চল

ভুল জায়গায় স্বাক্ষরে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সেন্ট ফিলিপস্ হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উদযাপন

বাংলাদেশের কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার আবেদন করা উচিত?

সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জিবি না দেওয়ায় অটোচালককে মেরে নাক ফাটাল যুবক

মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের সভাপতি লিটন ও সম্পাদক বাবুল

মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প

১০

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

১১

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

১২

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৩

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

১৪

সেই নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৫

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ

১৬

ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য : ফরিদুল ইসলাম

১৭

মাদুরোকে কোথায় নেওয়া হবে জানালেন ট্রাম্প

১৮

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

১৯

শীত নিয়ে আবার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০
X