বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:৫৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈধপথ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাচ্ছে শ্রমিকরা

মালয়েশিয়া থেকে ফেরত আসা শ্রমিকদের কয়েকজন। ছবি : কালবেলা
মালয়েশিয়া থেকে ফেরত আসা শ্রমিকদের কয়েকজন। ছবি : কালবেলা

বৈধভাবে যাওয়ার সুযোগ না পেয়ে প্রতিনিয়ত অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছে হাজার হাজার শ্রমিক। দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা মালয়েশিয়া গিয়ে মানবেতর জীবনযাপন করছে। কুয়ালালামপুর থেকে সোমবার (১৯ মে) ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৬ ফ্লাইটে ৪০ জন যাত্রীকে ফেরত পাঠানো হয়। যারা টুরিস্ট ভিসা নিয়ে শ্রমিক হিসেবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিল। এই ৪০ জন ব্যক্তি তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয় করে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠিয়েছে। তাদের মতো আরও এক হাজার শ্রমিক মালয়েশিয়ার বিমানবন্দরে আটকা থেকে মানবেতর জীবনযাপন করছে। এ ছাড়াও অভিবাসী ক্যাম্পে আটকা পড়ে আছে অবৈধভাবে যাওয়া কয়েক হাজার শ্রমিক। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা শ্রমিক আটক থাকার বিষয়টি স্বীকার করলেও তাদের প্রকৃত সংখ্যা জানাতে পারেনি।

ফেরত আসা শ্রমিকদের একজন মুন্সীগঞ্জের হেলেনা বেগম। উড়োজাহাজে বসে আলাপকালে কালবেলাকে জানান, সুদে সাড়ে তিন লাখ টাকা নিয়ে স্থানীয় একজন দালালের মাধ্যমে গত ১৬ মে সকালে মালয়েশিয়া যান। তাকে ২২ দিনের টুরিস্ট ভিসা দেওয়া হয়। কথা ছিল এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে তাদের নিয়ে যাবে। কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে। তিন দিন পর ফিরতি বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। হেলেনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে। তাই দালালের প্রলোভনে পড়ে সুদে সমিতি থেকে টাকা এনে মালয়েশিয়া যান। তিনি জানান, বিমান বন্দরে তার মতো আর প্রায় এক হাজার লোক আটক আছে। তাদের অনেকে বাংলায় কথা বলেন। সেখান থেকে তার ধারণা এরা সবাই বাংলাদেশি।

ইউএস বাংলা এয়ার লাইন্সের একই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন শরিয়তপুরের বাসিন্দা ইলিয়াস হোসেন। তিনি জানান, গত ১৬ মে (শুক্রবার) সকাল ৮টা ২৫মিনিটে ঢাকা থেকে কুয়ালামপুরে পৌঁছান। বিমান বন্দরে নেমে দালালকে এক লাখ টাকা দিয়েছেন। দালাল কিছুক্ষণ পর পর বলেন, এক ঘণ্টা পরে বের করব, আর দুই ঘণ্টা থাকেন। এভাবে দালাল দুদিন শুধু ঘুরিয়েছে। খাবার নাই, পানি নাই। বিমান বন্দরের ভিতরে থাকা খাবারের দোকান থেকে এটা ওটা কিনে খেয়েছেন। যাদের কাছে টাকা ছিল না তারা না খেয়ে দিন পার করেছেন।

১৮ মে (রবিবার) আমাদের বলে ইমিগ্রেশনে গিয়ে ধরা খা। তোদের বাংলাদেশে নিয়ে আসতেছি। ইমিগ্রেশন আমাদের আটক করে একদিন জেলে রাখে। পরে ১২০ রিঙ্গিত জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধ করার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তুলে দেয়। ইলিয়াস আরও বলেন, আমার কাছ থেকে শাহ আলম নামে এক দালাল সাড়ে তিন লাখ টাকা নিয়েছে। ইলিয়াস বলেন, আমার মতো এরকমো প্রায় আরও এক হাজারের বেশি মানুষ বিমানবন্দরে আটকা আছে। একই তথ্য জানালে যশোরের পাইকগাছার রবিউল হোসেন।

দালাল শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বারিধারার হিউম্যান রিসোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করেন। ওই দেশে আফিয়া ওভারসীসের আলতাব খানের লোকজন শ্রমিকদের রিসিভ করে নিয়ে যাওয়ার কথা। ফেরত আসা শ্রমিক ইলিয়াস হোসেন বলেন, মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসের কারাগারে আমাদের দেশের এক হাজারের বেশি শ্রমিক আছে। এদের মধ্যে যাদের ফিরতি টিকেট আছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আর যাদের ফিরতি টিকেট নাই এবং জরিমানার টাকা দিতে পারছে না তাদের কারাগারে পাঠানো হচ্ছে।

এদিকে গত সোমবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) এক বিবৃতিতে জানানো হয়েছে বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরেও ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত না হওয়ায় ১১২ জনকে ফেরত পাঠানো হয়েছে। একেপিএসের মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করে ওই ১১২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন সেটা জানায়নি একেপিএস।

বিবৃতিতে একপিসে উল্লেখ করা হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি হয়। ফলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক ছিল। একেপিএস জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে আগাননি বরং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। আটককৃতদের আরও তদন্ত ও পরিদর্শনের জন্য বিমানবন্দরের একেপিএস মনিটরিং ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রবেশ প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি করা হয়।

মালয়েশিয়ান দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য্য কালবেলাকে আলাপকালে বলেন, প্রায় প্রতিনিয়ত টুরিস্ট ভিসা নিয়ে শ্রমিকরা অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে। নৌপথ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পথেও আসছে তারা। এক শ্রেণির অসাধু রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকরা এই চক্র নিয়ন্ত্রণ করছে। তারা দালালের মাধ্যমে শ্রমিকদেরকে নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যায়। শ্রমিকরা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়ে অভিবাসী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে।

বাংলাদেশ থেকে বৈধভাবে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রার বহিষ্কৃত নেতা ফকরুল ইসলাম অনেক দিন থেকেই অবৈধভাবে বা টুরিস্ট ভিসায় শ্রমিক পাঠানোর কারবার করছেন। তিনি এখান থেকে শ্রমিক পাঠালে ওই শ্রমিকদের রিসিভ করেন আফিয়া ওভারসিজের আলতাব খান নামে এক ব্যবসায়ী। তিনি কুয়ালালামপুর বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কন্টাক্ট করে শ্রমিকদের বের করে নেন। এই অবৈধ শ্রমিকরা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করে। তারা দিনের পর দিন এমনিক বছরের পর বছর পালিয়ে বেড়াতে হয়। পুলিশের হাতে ধরা পড়লে তাদের ফেরত পাঠানো হয়।

জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বারিধারার হিউম্যান রিসোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক বায়রার বহিষ্কৃত নেতা ফকরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে অবৈধপথে শ্রমিক পাঠানোর কারবারে জড়িত। তিনি চান না মালয়েশিয়ায় বৈধভাবে শ্রমিক যাক। তাই যখনই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার খোলার উদ্যোগ নেন তখনই বৈধ অভিবাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সাধারণ সদস্যদের রোষানলে পড়েন।

অপর এজেন্সি আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান অবৈধ মানবপাচারের অভিযোগ মালয়েশিয়ায় আটক হয়েছেন। তার বিরুদ্ধে মালয়েশিয়ান সরকার ইতোমধ্যে মামলা করেছে। তার পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। তিনি জামিনে বেরিয়ে ফের অবৈধভাবে শ্রমিক নেওয়ার কাজ করেন। এছাড়া টেকনাফ, কক্সবাজার ও পটুয়াখালী থেকে ট্রলারযোগে নৌপথে যে মানবপাচার হয় এই চক্রেও ফকরুল আলতাফ খানরা জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বায়রার একজন নেতা জানান, যখনই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার খোলার উদ্যোগে নেয় তখনই বায়রার বিপথগামী একটি গ্রুপ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। বাজার খুলতে বাধা দেয়। এই গ্রুপটি মূলত অবৈধভাবে শ্রমিক পাঠানোর চক্রে জড়িত। তারা চায় না বৈধভাবে শ্রমিক যাক। কারণ বৈধভাবে শ্রমিক গেলে তাদের অবৈধ শ্রমিক পাঠানোর ব্যবসা হুমকির মুখে পড়ে। তারা আরও জানান, অবৈভাবে শ্রমিক মালয়েশিয়ায় গেলে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমাদের দেশ থেকে শ্রমিক নিতে অনীহা প্রকাশ করে। আবার অন্যদিকে মালয়েশিয়াও আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি সংকটে পড়ে। তাদের পণ্য রপ্তানি বাঁধাগ্রস্ত হয়। তাই অবৈধ পথে শ্রমিক পাঠানো বন্ধ করা জরুরি।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমিকরা যে কোনো উপায়ে কর্মসংস্থানের সুযোগ চায়। বৈধভাবে শ্রমিকরা যেতে না পারলে অবৈধভাবে যেতে চায়। তাই বৈধভাবে শ্রমবাজার উন্মুক্ত করা জরুরি। অবৈধভাবে যারা টুরিস্ট ভিসায় শ্রমিক পাঠায় তাদের বিরুদ্ধে সরকারের উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে বিএনপিকে টেক্কা দিয়ে হাটের ইজারা পেল এনসিপি

পাকিস্তানি সিরিয়াল এলে অভিনয় করবেন না আলভী

ঈদুল আজহার ছুটি ঘোষণা করল কাতার, কবে ঈদ?

দুই মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রাখার দাবি ঐক্য পরিষদের

রাজনীতিকে অপছন্দ করা মানুষরাই দেশ চালাচ্ছে : মান্না

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা 

এসএসসির ব্যবহারিক পরীক্ষায় শিক্ষকদের লাখ লাখ টাকা আয়

নুরের বিষয়ে গণঅধিকারের বিবৃতি

আত্মহত্যা প্রতিরোধে মাভাবিপ্রবিতে বিশেষ সেমিনার

১০

চট্টগ্রামের নকল যৌন উত্তেজক ওষুধ তৈরি, গ্রেপ্তার ৪

১১

‘১৭ বছর খাইনি, এখন খাব’ বলা সেই বিএনপি নেতা বহিষ্কার

১২

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম

১৩

চিত্র প্রদর্শনী ও আলোচনায় শফিউল আলম প্রধানকে স্মরণ 

১৪

দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে যাব না: ইশরাক

১৫

ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণের দায়ে স্পেনে পাঁচজনের দণ্ড

১৬

চাঁদা না পেয়ে সিএনজিচালককে বেধড়ক পেটালেন সাবেক ছাত্রদল নেতা

১৭

আবারও বেড়েছে সোনার দাম, ২২ ক্যারেটের ভরি কত

১৮

দুটি শ্রেষ্ঠ পুরস্কার পেলো কাজী অ্যান্ড কাজী টি 

১৯

কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমানবাহিনী

২০
X