জুলাই-আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মন্দির কমিটির উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল রায়, শ্যামল পালিত প্রমুখ অংশগ্রহণ করেন।
প্রার্থনা সভার পুরোহিত ছিলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত তপন চক্রবর্তী।
মন্তব্য করুন