সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মামলা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে তারা বলেন, ভোলা কোর্টের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।
নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি প্রকাশিত সংবাদের প্রতিবাদ অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ গ্রহণ করতে পারেন। কিন্তু আইনানুগ পথে না গিয়ে সরাসরি মামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মন্তব্য করুন