কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বক্তব্য প্রত্যাখ্যান সরকারের

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বক্তব্য প্রত্যাখ্যান সরকারের

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে ক্ষমতাসীনদের সমর্থকদের ঈঙ্গিত করে যে বিবৃতি দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে সরকার। সঠিক তথ্যের ভিত্তিতে বিবৃতি সংশোধন করা হবে বলে আশা করে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবর বিরোধী দল বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে। যদি বিবৃতি যথাযথ না হয় তাহলে এটি জনগণের সমর্থন, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা হারাবে।

ওএইচসিএইচআর গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছে, যাদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের একদফা অসাংবিধানিক দাবির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক সহিংসতা ও জনবিচ্ছিন্নতার অভূতপূর্ব প্রদর্শনে বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। বিএনপির অনুরোধ অনুসারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নির্দিষ্ট শর্তে ২৮ অক্টোবর তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। তবে, বিএনপি কর্মীরা রাস্তায় সহিংসতা, অগ্নিসংযোগ, ব্যক্তি ও সম্পত্তির ওপর অন্যান্য ধরনের হামলার আশ্রয় নেয়। এ ধরনের ব্যাপক সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, নিরপরাধ নাগরিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারি সম্পত্তি।

আরও বলা হয়, পুলিশের একজন সদস্যকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কয়েক ডজন আইন প্রয়োগকারী সদস্যকে আক্রমণ ও আহত করা হয়েছে। বাস, ফায়ার সার্ভিসের ট্রাকসহ অন্যান্য গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, প্রধান বিচারপতি ও দেশের সর্বোচ্চ আদালতের অন্যান্য বিচারকদের বাসভবন ভাঙচুর করা হয়, পুলিশ হাসপাতাল চত্বর ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। বেশ কয়েকটি থানা ভাঙচুর করা হয়, সাংবাদিক ও ফটোসংবাদকর্মীদের ওপর হামলা করা হয়। এমনকি বিএনপির এমন ক্রমাগত নৃশংসতার মুখেও বাংলাদেশ সরকার এবং এর আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সংযম ও ধৈর্য প্রদর্শন করেছে। তারা জনশৃঙ্খলা নিশ্চিত করতে সর্বনিম্ন ও সর্বোত্তম শক্তি প্রয়োগ করেছে।

বিএনপির তৎপরতা থেকে প্রতীয়মান হয়, তারা সহিংসতার আশ্রয় নিচ্ছে, বিশেষ করে অগ্নিসংযোগের সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে জনসাধারণের জীবন-জীবিকার বিঘ্ন ঘটানো, অর্থনীতিতে ব্যাঘাত ঘটানো, গণযোগাযোগ, পরিবহন ও লজিস্টিক ব্যবস্থা ভেঙে দেওয়া এবং দেশে সম্পূর্ণ নৈরাজ্য নিশ্চিত করা। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে এবং এভাবে সহানুভূতি অর্জনের জন্য বিএনপিও ভুল তথ্যের আশ্রয় নিয়েছে। বিএনপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভুয়া ‘মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেন। জাতিকে সন্ত্রস্ত করা এবং বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার পেছনে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করা। দুর্ভাগ্যবশত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন হয়ত বিএনপির এসব ভুল তথ্য প্রচারের বিভ্রান্তিতে পড়ে গেছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরকে বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে তথ্য সংগ্রহ ও যাচাই পদ্ধতি পর্যালোচনার পরামর্শ দিয়ে বাংলাদেশ সরকার বলেছে, সরকার আশা করে, সংস্থাটি ৩১ অক্টোবরের প্রেস বিবৃতিটি সঠিক তথ্যের ভিত্তিতে সংশোধন করবে। যদি এ বিবৃতি উদ্দেশ্যমূলক হয়, তাহলে সংস্থাটি জনগণের সমর্থন, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা হারাবে।

আরও বলা হয়, বাংলাদেশ সরকার যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের স্বার্থে, যা বাংলাদেশের জনগণ অগণিত ত্যাগের পর অর্জন করেছে, বাংলাদেশ সরকার আমাদের সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন নির্বাচন কমিশনকে সমর্থন করবে। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে আগামী সাধারণ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলির সাথে নিয়মিত সংলাপ করছে। নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেয়। এ বিষয়ে নির্বাচন কমিশন বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারেন মোদি

সীমান্তে আটক সেই ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা

১০

ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

১১

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

১২

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

১৩

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

১৪

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

১৫

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

১৬

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

১৭

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

১৮

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

১৯

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

২০
X