কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

ঈদে ঘরমুখো মানুষদের ১৪ পরামর্শ ডিএমপির

ঈদে ঘরমুখো মানুষদের নিরাপত্তায় পরামর্শ দিয়েছে ডিএমপি। ছবি : সংগৃহীত
ঈদে ঘরমুখো মানুষদের নিরাপত্তায় পরামর্শ দিয়েছে ডিএমপি। ছবি : সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী থেকে গ্রামে যাবেন সিংহভাগ মানুষ। এর ফলে ফাঁকা হয়ে যাবে রাজধানী ঢাকা। আর এই পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখী এসব মানুষ।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মসজিদে মসজিদে খুতবা পাঠের পূর্বে ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। বিকেলে ডিএমপির উপকমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে ঢাকা মহানগরবাসীকে সচেতন করার জন্য প্রতিটি মসজিদে খুতবার আগে থানার ওসি থেকে শুরু করে অফিসাররা পরামর্শ পড়ে শুনিয়েছেন। পরামর্শগুলো হলো-

১. গ্যাসের ও পানির লাইনসহ সব ধরনের লাইট, ফ্যানের সুইচ, বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে বাসা থেকে বের হবেন। বাসা-বাড়িতে অগ্নিদুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা-জানালা খুলবেন। ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্যুতিক সুইচ অন করবে না।

২. বাসা-বাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে। পূর্বে বসানো সিসি ক্যামেরা সচল আছে কিনা পরীক্ষা করতে হবে।

৩. বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে।

৪. নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা নিকটাত্মীয়দের কাছে নিরাপদে রেখে যাবেন।

৫. রাতে কিংবা দিনে একসঙ্গে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯ ফোন দিতে হবে।

৬. মোটরসাইকেল চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন এংকর চেইন ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নত মানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।

৭. দেশের কিংবা বিদেশের কোনো আইপিএস কিংবা বিসিএস কর্মকর্তা, সেনা কর্মকর্তা ইত্যাদি পরিচয়ে ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করলে প্রতারিত কিংবা ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। সেজন্য এ ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা উচিত হবে না।

৮. যার নাম-ঠিকানা আপনার জানা নেই- এমন অপরিচিত ব্যক্তির দেওয়া ভিডিও কল গ্রহণ করবেন না। এরূপ ভিডিও কলে পাঠানো অশ্লীল ছবি কিংবা ভিডিও রেকর্ড করে আপনাকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতে পারে।

৯. আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট কোনো ব্যক্তি বন্ধ করতে পারে না। এসব অ্যাকাউন্ট বন্ধ করার ভয় দেখিয়ে আপনার কাছ থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা পিন নম্বর বিভিন্ন কৌশলে বারবার চাইতে পারে। এ ধরনের ফোন কল পেয়ে কোনো অবস্থাতেই পাসওয়ার্ড কিংবা পিন কোড দেয়া যাবে না।

১০. ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা গিয়েছে- এমন ফোন কল পেলে যাচাই না করে বিশ্বাস করবেন না।

১১. লটারি জিতেছেন কিংবা বিদেশ থেকে দামি উপহার কিংবা ডলার পাঠানো হবে- এরূপ মোবাইল কল পেয়ে বিশ্বাস করবেন না। এয়ারপোর্ট কাস্টমসে কিংবা এনবিআর অথবা বাংলাদেশ ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে জানিয়ে প্রতারকরা লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কোনো অবস্থাতেই এ ধরনের লোভে পড়বেন না।

১২. অত্যন্ত দামি ধাতুর তৈরি সীমান্ত পিলার-এ বিনিয়োগ করে কোটি কোটি টাকা লাভ করা যাবে- এরূপ প্রলোভনে বিশ্বাস করবেন না। প্রতারকরা নকল পিলার দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বাস্তবে এ ধরনের কোনো পিলার নেই।

১৩. ফেসবুক, মেসেঞ্জার, হোয়্যাটঅ্যাপ ও ইমো আইডিতে আত্মীয়, বন্ধু কিংবা পরিচিত ব্যক্তির বিপদে পড়ে জরুরি টাকা পাঠানোর অনুরোধ পেলে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ না করে টাকা পাঠাবেন না। মোবাইল চুরি করে কিংবা বিভিন্ন আইডি হ্যাক করে এ ধরনের অনুরোধ পাঠানো হয়।

১৪. সস্তায় হোটেল ভাড়া করা, বিমানের টিকিট কাটা কিংবা কম খরচে ইউরোপ ও কানাডা কিংবা আমেরিকায় পাঠানোর প্রস্তাব কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিংবা অ্যাপসে পাঠালে বিশ্বাস করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মর্যাদাবান মানুষদের আনন্দিত করেছে : খামেনি

খুলনায় করোনা-ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেই

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে রাখল জামাই

দেশের সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত

ডা. জুবাইদার জন্মদিন উপলক্ষে বিএনপি নেতা সাজুর বৃক্ষরোপণ

সীমান্তের ওপারে গাছে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ

মেসির জাদুকরী ফ্রি-কিকে ক্লাব বিশ্বকাপে পোর্তোকে হারাল মায়ামি

ইরানের পাশে থাকার বার্তা দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

ইরানে হামলার সিদ্ধান্তের আগে সময় দিলেন ট্রাম্প

১০

৫ সচিবকে বাধ্যতামূলক অবসর

১১

ইসরায়েলের চ্যানেল ১৪ খালি করতে বলল ইরান

১২

ধর্ষণ মামলা দেওয়া ইডেন ছাত্রীকে কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

১৩

নেতানিয়াহু ভুল, তার যুদ্ধে আমরা জড়াব না : বার্নি স্যান্ডার্স

১৪

ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল

১৫

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল নেতার

১৬

জুলাই আন্দোলনের হত্যা মামলায় বেরোবি শিক্ষক গ্রেপ্তার

১৭

আরবদের যে ‘কলঙ্ক’ ঘোচাল ইরান

১৮

ঋণখেলাপির এলসি জালিয়াতি তিন ব্যাংক কর্মকর্তা জড়িত

১৯

স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ করছেন বাবুর্চি

২০
X