ড. নেহাল করিম
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ড. নেহাল করিমের নিবন্ধ

ধর্ম, বর্ণ, লিঙ্গ নিয়ে তরুণদের মধ্যে অস্থিরতা কেন?

ড. নেহাল করিম। ছবি : সৌজন্য
ড. নেহাল করিম। ছবি : সৌজন্য

প্রত্যেক মানুষের মধ্যে সংস্কার কাজ করে। ভীষণ রকমের সংস্কার কাজ করে। এই সংস্কার একান্তই ব্যক্তিগত এবং তা অন্য কারও কাজে আসে না। মুসলিম বা হিন্দু হিসেবে একজন যেভাবে ধর্ম পালন করেন তাতে অন্য কারও কোনো অসুবিধাও হয় না। তবে তরুণদের মধ্যে এখন নিজের ধর্ম পরিচয়ের বিষয়ে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটা ঘটছে মূলত ইউরোপীয় সংস্কৃতির প্রভাবে।

আমাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই আমরা ইউরোপীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত। আমাদের এখনকার লেখাপড়া, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি সবকিছুই ইউরোপীয়দের থেকে ধার করা। এমনকি এখনকার তরুণ প্রজন্ম ইউরোপীয় সংস্কৃতিকেই বেশি সম্মানজনক সংস্কৃতি মনে করে। ছোটবেলায় আমাদেরকে ধর্ম শেখানো হয় কিন্তু নিজের ধর্ম এবং সংস্কৃতির প্রতি মূল্যবোধ শেখানো হয় না। এর ফলে তরুণরা যখন আজকের প্রভাবশালী ইউরোপীয় সংস্কৃতির সামনে এসে দাঁড়াচ্ছে তখন নিজেদের অস্তিত্বকে সংকটাপূর্ণ বলে মনে করছে।

শহরের শিক্ষিত শ্রেণির তরুণদের মধ্যে এমনটা বেশি দেখা যাচ্ছে যে, অনেকে নিজের ধর্ম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। ধর্ম পরিচয়ে তারা অস্বস্তি বা হীনমন্যতায় ভুগছে। নিজের একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়কে তারা ভাবছে সেকেলে। ধর্মীয় পরিচয় না থাকাটাকেই তারা ভাবছে আধুনিকতা।

আমাদের এই জাতির মধ্যে একটি পারফেকশন আসতে আরও ২০-৩০ বছর সময় লাগবে। পশ্চাত্য দেশগুলোতে বাচ্চাদের শিশু ক্লাস থেকেই সৌজন্যবোধ, মার্জিত বোধ, শ্রেয় বোধ ও মূল্যবোধের ওপর যে চর্চা হয় বা শিক্ষা দেওয়া হয় আমাদের দেশে কোথাও সেটা নেই। সঙ্গত কারণেই আমাদের মধ্যে অনেক ঘাটতি রয়ে গেছে। আরও তিনটা জেনারেশনের পর আমাদের একটি নিজস্ব পারসেপশন আসবে যেমনটা এসেছে ইউরোপে।

তরুণদের অনেকের মধ্যে আরেক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে তাদের লিঙ্গ পরিচয়ে। ছেলে নিজেকে মেয়ে ভাবতে পছন্দ করছে আবার মেয়ে নিজেকে ছেলে ভাবতে পছন্দ করছে। এটাও পশ্চিমা সংস্কৃতির ফল। তবে এমন নয় যে, সারা দেশে ব্যাপকভাবে এমনটা ঘটছে। বরং দেখা যাচ্ছে, ক্ষেত্রবিশেষে এমনটা ঘটছে। পশ্চিমা সংস্কৃতিতে এই জিজ্ঞাসাগুলো উন্মুক্ত করে দেয়। একটা ছেলেকে এটা ভাবার সুযোগ দেয় যে, আমি মেয়ে হলে কেমন হবে। আবার একটা মেয়েকে ভাবার সুযোগ দেয় যে, সে ছেলে হলে কেমন হবে। ফলে তরুণরা পশ্চিমা সংস্কৃতির প্রভাবেই এই ধরনের অস্থিরতার মধ্যে পড়ছে।

সম্প্রতি অভিশ্রুতি নাকি বৃষ্টি এই বিতর্কে আমাদের গণমাধ্যমগুলোতে অনেক শিরোনাম হয়েছে। জনমানুষের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটি। বৃষ্টি একটি মুসলিম পরিবারের মেয়ে কিন্তু সে নিজেকে হিন্দু ধর্মীয় পরিবারে জন্ম বলে এবং নিজেকে একজন হিন্দু ধর্মাবলম্বী বলে পরিচয় দেয়। তার এই কর্মকাণ্ড বা মানসিক রূপান্তরের বিষয়ে অনেক প্রশ্ন আসে সামনে। হয়তো তার মধ্যেও ধর্ম নিয়ে এক ধরনের অস্থিরতা বা অ্যাডভেঞ্চার জেগেছিল যে এ রকম করে দেখি কি হয়। অনেক তরুণের মধ্যেই এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।

তরুণদের মধ্যে জাতীয় মূল্যবোধ তৈরিটাই সবচেয়ে বেশি জরুরি। একটি জাতীয় পারসেপশন তৈরি হওয়াটা জরুরি। তরুণ প্রজন্মের কাছে নিজের সংস্কৃতির সম্মানবোধটা তৈরি করে দিতে হবে আমাদেরকেই।

ড. নেহাল করিম: সাবেক অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

বেড়েছে স্বর্ণের দাম, আজ ভরিতে বিক্রি হচ্ছে কত টাকায়

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

১০

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

১১

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

১২

আইভরি কোস্ট  / প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

১৩

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৪

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

১৫

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

১৬

২৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৮ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X