জেসন ফিল্ডস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
নিউজউইকের নিবন্ধ

প্রিগোজিনের মৃত্যু কি পুতিনের প্রতিশোধ?

প্রিগোজিনের মৃত্যু: মিষ্টি প্রতিশোধ, নাকি কাকতালীয় ঘটনা? ছবি : সৌজন্য
প্রিগোজিনের মৃত্যু: মিষ্টি প্রতিশোধ, নাকি কাকতালীয় ঘটনা? ছবি : সৌজন্য

ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ভাগ্যে ঠিক কি ঘটেছে সে সম্পর্কে আমরা খুব সামান্যই জানি। আমরা শুধু এটুকুই জানি, প্রিগোজিন একটি বিমানে ছিলেন যেটি রাশিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। ছোট সেই বিমানের যাত্রী তালিকায় ১০ জন আরোহীর মধ্যে প্রিগোজিনের নাম ছিল ।

বিমানটি মাটিতে পড়ার ভিডিও রয়েছে গণমাধ্যমের কাছে। তবে বিমানটি নাশকতার শিকার হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । তাছাড়া আমরা ক্রেমলিনে ঘটা কাকতালীয় ঘটনাগুলো সম্পর্কে অতি অল্পই জানি।

গত এক বছরে পুতিন সমালোচকদের অনেকেরই রহস্যজনক মৃত্যু হয়েছে। পুতিন যাদের আনুগত্য নিয়ে সন্দেহ পোষণ করেছেন তাদের অপমৃত্যু যেন নিশ্চিত। কারো মৃত্যু হয়েছে বহুতল হাসপাতালের জানালা ভেঙ্গে নিচে রাস্তায় পড়ে, কারো মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, আবার কারো মৃত্যু হয়েছে বিমান দূর্ঘটনায়। তাদের বেশিরভাগই ইউক্রেনে রুশ সামরিক অভিযানের সমালোচনা করেছিলেন।

পুতিন ইউক্রেন আক্রমণ করার অনেক আগে রাশিয়ান ভিন্নমতাবলম্বী এবং পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ আলেক্সি নাভালনিকে ২০২০ সালে বিষ প্রয়োগ করা হয়েছিল। ক্রেমলিনের নির্দেশেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে সন্দেহ করেন অনেকেই। নাভালনি দীর্ঘদিন জার্মানির রাজনৈতিক আশ্রয়ে থেকে স্বেচ্ছায় রাশিয়ায় ফিরে আসেন। তারপর রাশিয়ায় তাকে বন্দী করে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সাবেক রাশিয়ান গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেঙ্কোকেও চায়ের কাপে তেজস্ক্রিয় বিষ প্রয়োগ করেছিলেন পুতিন বা তার লোকেরা। মানবাধিকার আইনজীবী বরিস নেমতসভকে ক্রেমলিনের কাছে গুলি করে হত্যা করা হয়েছিল।

তারা সবাই ছিলেন কোনো না কোনো ভাবে পুতিনের সমালোচক। তাই প্রাথমিকভাবে ধারণা করা যায় ইয়েভজেনি প্রিগোজিনও এই তালিকায় যুক্ত হয়েছেন।

দুই মাস আগেই ইউক্রেনে যুদ্ধকালীন অবস্থাতেই ইয়েভজেনি প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বাহিনী নিয়ে মস্কোর উদ্দেশ্যে রওনা করেছিলেন। অবশ্য মস্কো পৌঁছানোর আগেই তিনি সেই বিদ্রোহ থেকে সরে আসেন। প্রিগোজিন সে সময়েই নিজেকে পুতিনের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন।

কেউ কেউ ভেবেছিলেন প্রিগোজিনের বিদ্রোহ ছিল ক্রেমলিনের ষড়যন্ত্রের অংশ। কিন্তু এটি এখন অবাস্তব বলে মনে হচ্ছে। অভ্যুত্থান প্রচেষ্টার সময়েই প্রিগোজিনের শেষের শুরু দেখেছি আমরা। অনেকেই সে সময় বলেছিলেন, প্রিগোজিনের আর বেঁচে থাকার সম্ভাবনা কম। পুতিনের সঙ্গে হ্যান্ডশেক করার আগে অবশ্যই নিজের ভাগ্যের দিকে তাকানো উচিত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

প্রিগোজিনের মৃত্যু ক্রেমলিনের সমালোচকদের উপর একটি শীতল প্রভাব ফেলবে। পুতিনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের বেশিরভাগই এরই মধ্যে নিরব হয়ে গেছেন।

পুতিনের শেফের মৃত্যু ইউক্রেন যুদ্ধকে কীভাবে প্রভাবিত করবে তা বুঝতে একটি ক্রিস্টাল বলের দিকে তাঁকানো যেতে পারে। অবশ্য ওয়াগনার ভাড়াটেরা সেখঅনে লড়াই করছে না। তারা বেলারুশ, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্তে সক্রিয় রয়েছে। অভ্যুত্থানের পরে প্রিগোজিনকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমরা জানি না। বিদ্রোহের পর তাকে হয়তো তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়নি, তার পেছনে পুতিনের কূটচাল থাকতে পারে।

এখন প্রশ্ন হলো, প্রিগোজিনের সাম্রাজ্য কে দখল করবে? সারা বিশ্বজুড়ে ওয়াগনারের রয়েছে বিশাল নেটওয়ার্ক, আছে সম্পদ ও ক্ষমতা। আফ্রিকা জুড়ে স্বৈরশাসকদের সাহায্য করতে অনেক খনি নিয়ন্ত্রণ করে ওয়াগনার।

পুতিন কি আবার এক অলিগার্কের কাছে ওয়াগনার বাহিনীর সমস্ত ক্ষমতা দিতে চাইবেন? পুতিন কি আবার কাউকে বিশ্বাস করবেন? সেটা সময়ই বলে দেবে।

জেসন ফিল্ডস: সাংবাদিক ও কলামিস্ট, নিউজউইক

ইংরেজী থেকে ভাষান্তর: মুজাহিদুল ইসলাম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১০

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১১

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১২

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৩

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৪

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৫

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

১৬

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৭

ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতন চিহ্ন

১৮

প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন / ‘আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক’

১৯

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান আজহারির

২০
X