চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় জামায়াতের আমির মো. ইউনুছের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১১ আগস্ট) কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ইউনুছ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, মো. ইউনুছ গত ৭ আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করা হলো।
মন্তব্য করুন