কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার বন্ধ করা যাবে না : প্রিন্স

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র করে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা কিংবা তার বিচার বন্ধ করা যাবে না। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়- এরা শুধু হত্যাকারী নয়, তারা দেশদ্রোহিতার খাতায় নিজেদের নাম লিখিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার বিষয়ে শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য এবং ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক তৎপরতা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে দেয়া বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে হালুয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির মাঝে দুপুর ১২টায় এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে বিশাল মিছিল হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সজীব ওয়াজেদ জয় এমন সব আহাম্মকি কথা বলছেন, তাতে আবারও প্রমাণ হয়েছে- জনগণ নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস ভারত। ১৫ বছর ভারতের আনুকুল্যে ক্ষমতা জবরদখল করে গদিতে ছিলেন শেখ হাসিনা। জনদ্রোহে গণবিপ্লবে গদি হারিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আবারও আওয়ামী লীগকে গদিতে বসাতে ভারতকে নেতৃত্ব দেবার আহ্বান জানাচ্ছে হাসিনাপুত্র জয়।

প্রিন্স ভারতের প্রতি শেখ হাসিনা ও তার দোসরদের ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না দেওয়া এবং জনগণের বিজয় নস্যাৎ করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানোর আওয়ামী আবদার না শোনার আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, অবশ্যই শেখ হাসিনাকে গণহত্যা, দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র, ভোটাধিকার হরণ, গুম-খুনের দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের বিচার না হলে শত শত শহীদের রক্তের সাথে বেঈমানি এবং ছাত্র-জনতার সাথে প্রতারণা করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেশেও হবে, বিদেশেও হবে। ১৫ আগস্ট, ২১ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সব সাবেক মন্ত্রী, এমপিসহ দায়ী নেতাদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তারা সকলেই গণহত্যা, চুরি, দুর্নীতি করেছে। এখন গণতন্ত্রের পথে অভিযাত্রা নস্যাত করতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের বাইরে রাখলে দেশ অস্থিতিশীল করবে।

তিনি আরো বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মাদেরকে অপসারণ করতে হবে।

প্রিন্স সকলকে দেশের সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র করলে আওয়ামী লীগের নাম-নিশানা মুছে ফেলা হবে। ইতোমধ্যেই জনগণের মধ্য থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে। নিহত শত শত ছাত্র-যুবকের রক্ত না শুকাতেই কোনো দিবস বা অন্য অজুহাতে হত্যাকারীদের আস্ফালন জনগণ সহ্য করবে না।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলর সভাপতিত্বে এবং আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে ছাত্র-গণআন্দোলনের শহীদ বিজয় ফরাজীর পিতা সাইদুল ফরাজী, শহীদ রাজু আহমেদের মাতা রাহেলা খাতুন, গুলিবিদ্ধ মেহেদী হাসান ছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আাসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবদল নেতা আবু নাসের, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা তায়্যেব, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X