কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

জামায়াতে ইসলামীর লোগো এবং রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর লোগো এবং রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।’ তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (২৯ ডিসেম্বর) দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, রিজভীর বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে এবং জামায়াতকে চরিত্রহীনভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

রিজভীর এসব বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, জামায়াত কখনো ভারত-সম্পর্কিত কোনো রাজনীতিতে অংশ নেয়নি এবং না কখনো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চেয়েছে।

জনগণ অনেক সচেতন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, রিজভী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, যেমন ‘৫ আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাৎ’, ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’, এবং ‘৭১ এর বিরোধিতা’—এগুলো অতীতের রাজনৈতিক প্রচারণার অংশ, যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এ ধরনের কথাবার্তা আর কিছু নয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ এসব মিথ্যা অভিযোগ আর বিশ্বাস করে না।

<

রফিকুল ইসলাম খান বলেন, রিজভী এসব কথা বলার মাধ্যমে জামায়াতকে অসম্মান করার চেষ্টা করছেন, অথচ জামায়াত কখনো ‘ঘোলা পানিতে মাছ শিকার’ বা ‘মোনাফেকি’ করেনি। আমরা ইসলামি আদর্শের ভিত্তিতে রাজনীতি করি। জামায়াত মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপসহীনভাবে লড়াই করছে। জামায়াতের রাজনীতি কখনো মোনাফেকি করে না বরং একমাত্র সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে।

এই জামায়াত নেতা বলেন, রিজভী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতকে অভিযুক্ত করেছেন, কিন্তু তাকে নিজেই নিজের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা উচিত। জনগণ জানে, কোন দল ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং তারা কীভাবে সেখানে সফর করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে আসছে এবং এই অবস্থান গোটা জাতির কাছে গ্রহণযোগ্য। আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বিভ্রান্তিকর মন্তব্য ও অপবাদ আরোপের রাজনীতি থেকে রিজভীকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে হামলা / সন্দেহভাজন গুলি করা ব্যক্তি পাকিস্তান থেকে এসেছেন

নিজামী ও গোলাম আযমকে ‘সূর্যসন্তান’ বলে শিবির নেতার বক্তব্য, অতঃপর...

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক

মেডিকেল দ্বিতীয় নাবিহা

বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রিতে ভাটা, মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত

অটোরিকশায় যাত্রী বেশে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারী

আনিস আলমগীর জানালেন, তিনি ডিবি কার্যালয়ে

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রিয়াজ ও সম্পাদক দীপক

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

১০

অনাগত সন্তানের মুখ দেখা হলো না শান্তর, পাগলপ্রায় মমিনুলের মা

১১

ওসমান হাদিকে বিদেশ নেওয়ার তথ্য জানালেন জুমা

১২

ঢাকায় ফিরে আবেগী শোয়েব আখতার, ইচ্ছে মাছ-ভাত খাওয়ার

১৩

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

১৪

ডাব পাড়তে গিয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে গেলেন যুবক, অতঃপর...

১৫

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ

১৬

শান্তি মিশনে যাওয়ার আগে বাবাকে যা বলেছিলেন নিহত জাহাঙ্গীর

১৭

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ, মাঠে নামছেন নান্নু-সুজনরা

১৮

রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার

১৯

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

২০
X