কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন ফারুক হাসান

ফারুক হাসান। ছবি : সংগৃহীত
ফারুক হাসান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদে (জিওপি) যোগদান করে দলীয় মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে এই পদে মনোনীত করেন। এর আগে গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে (জিওপি) যোগদান করেন ফারুক হাসান, যিনি গণঅধিকার পরিষদের (মিয়া মশিউজ্জামান) সদস্য সচিব ছিলেন।

গণঅধিকার পরিষদের (জিওপি) ওই সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গণঅধিকার পরিষদ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ অক্টোবর ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ২০২৩ সালের ডিসেম্বরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন রেজা কিবরিয়া। একপর্যায়ে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বে দলটির একাংশ এবং মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বে অপরাংশ গঠিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুর-রাশেদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এরপর গণঅধিকার পরিষদের (মশিউজ্জামান-ফারুক) সদস্য সচিব ফারুক হাসান গণঅধিকার পরিষদ (জিওপি)-এ যোগদান করেন। এদিকে দলীয় সংহতিবিরোধী তৎপরতা পরিচালনার অভিযোগে ফারুক হাসানকে অব্যাহতি ও তার দলীয় প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। ৩০ ডিসেম্বর গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণঅধিকার পরিষদের (জিওপি) নতুন দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদ বিগত দেড় বছর বেশকিছু মতপার্থক্যের কারণে আলাদাভাবে পথ চলছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে তরুণদের নেতৃত্বে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়। দেশ ও জাতি এখন তরুণদের ঐক্যবদ্ধ দেখতে চায়। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তরুণদের ঐক্যবদ্ধ করতেই আমরা গণঅধিকার পরিষদকে একীভূত করেছি। একইসঙ্গে আমরা বিশ্বাস করি, ২০২৪ সালের বিপ্লবের নেতৃবৃন্দ মানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব এবং আমরা খুব শিগগিরই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন 

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১০

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১২

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৩

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৪

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৫

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৬

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

১৭

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধিদল

১৮

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১৯

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

২০
X